পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শয়ৎ-সাহিত্য-সংগ্ৰহ দয়াল বলিলেন, স্থলোচনাকেই জিজ্ঞাসা কর না বাপু । রাখাল কহিল, সে বলবে না, কিন্তু আপনি বলবেন। যদি না বলি ? রাখাল শাস্তভাবে বলিল, নিশ্চয়ই বলবেন। আর, না বললে কি করব, তা ত পূৰ্ব্বেই বলেছি। দয়ালের মুখ শুকাইল। তিনি বলিলেন, আমি তোমার কিছুই ত করিনি বাপু । রাখাল বলিল, না, কিছু করেননি। তাই এখন কিছু করতে বলি ! নাম-ধামটা বলে দিলে জামাইবাবুকেও দুটো আশীৰ্ব্বাদ ক’রে আসি, মেয়েটাকেও একবার দেখে আসি। অনেকদিন দেখিনি । দায়ালঠাকুর রীতিমত ভয় পাইয়াছিলেন। কিন্তু মুখে সাহস দেখাইয়া কহিলেন, আমি তোমায় সাহায্য করব না । তোমার যা ইচ্ছা কর । অজ্ঞাতে একটা পাপ করেছি, সে জন্য না হয় প্রায়শ্চিত্ত করব। আমার আর ভয় কি ? ভয় কিছুই নেই, তবে পাণ্ডা-মহলে আজই একথা রাষ্ট্র হবে । তার পর যেমন ক’রে পারি, অনুসন্ধান ক’রে স্থলোচনার জামাইয়ের কাছে যাব, এবং সেখানেও এ-কথা প্রকাশ করব । নমস্কার ঠাকুর, আমি চল্লাম । সত্যিই সে চলিয়া যায় দেখিয়া দয়াল তাহার হাত ধরিয়া পুনৰ্ব্বার বসাইয়া युथ्रকণ্ঠে বলিলেন, বাপু, তুমি যে অল্পে ছাড়বার পাত্র নও, তা বুঝেছি। রাগ কোরো না। আমার কথা শোন। এর মধ্যে তুমি এ কথা নিয়ে আর আন্দোলন কোরে না । হগুাখানেক পরে এস, তখন যা হয় করব । মনে রাখবেন, সে দিন এমন ক’রে ফেরালে চলবে না। দয়াল তীক্ষ-দৃষ্টিতে তাহার মুখের পানে চাহিয়া বলিলেন, বাপু, তুমি কি সত্যিই বামুনের ছেলে ? আঞ্জে । দয়াল দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিলেন, আশ্চৰ্য্য ! আচ্ছ হপ্তাখানেক পরেই এস— এর মধ্যে আর আন্দোলন করে না, বুঝলে ? - আঞ্জে, বলিয়া রাখাল দুই-এক পা গিয়াই ফিরিয়া দাড়াইয়া বলিল, ভাল কথা । গোটা-দুই টাকা দিন তো । মাইরি, মনিব্যাগটা কোথায় যে হারালাম, বলিয়া সে দাত বাহির করিয়া হাসিতে লাগিল । দয়াল রাগে তাহার পানে আর চাহিতেও পারিলেন না। নিঃশব্দে দুইট টাকা বাহির করিয়া তাহার হাতে দিলেন, সে তাহ ট্যাকে গুজিয়া প্রস্থান করিল। সে চলিয়া গেল, কিন্তু সেইখানে দয়াল স্তব্ধ হইয়া বসিয়া রছিলেন । র্তাহার সৰ্ব্বাঙ্গ যেন সহস্ৰ বৃশ্চিকের দংশনে জলিয়া যাইতে লাগিল। 曾掌切