পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ চন্দ্রনাথ চলিয়া যাইতে উদ্যত হইতেই সে আর একবার উঠিয়া গিয়া দ্বারে পিঠ দিয়া পথ-রোধ করিয়া দাড়াইয়া বলিল, আমি বিষ খেলে কোন বিপদ তোমাকে ম্পর্শ করবে না ত ? কিছু না । কেউ কোন রকম সন্দেহ করবে না ত ? নিশ্চয় করবে। কিন্তু টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করব । সরযু বলিল, বিছানার তলায় একখানা চিঠি লিখে রেখে যাব, সেইখানা দেখিয়ো । চন্দ্রনাথ কাছে আসিয়া তাহার মাথায় হাত দিয়া বলিল, তাই কোরো। বেশ ক’রে লিখে নীচে নিজের নাম স্পষ্ট ক’রে লিখে রেথো-কেউ যেন না বুঝতে পারে, আমি তোমাকে খুন করেচি। আর একটা কথা, ঘরের দেীর-জানালা বেশ ক'রে বন্ধ করে দিয়ো—একবিন্দু শব্দ যেন বাইরে না যায়। আমি যেন শুনতে না পাই— সরযু দ্বার ছাড়িয়া দিয়া ভূমিষ্ঠ হইয়া আর একবার প্রণাম করিয়া পায়ের ধূলা মাথায় তুলিয়া লইয়া উঠিয়া দাড়াইয়া বলিল, তবে যাও—বলিয়াই তাহার কি যেন সন্দেহ হইল-হাত ধরিয়া ফেলিয়া বলিল, রোসে, আর একটু দাড়াও । সে প্রদীপ কাছে আনিয়া স্বামীর মুখে দিকে বেশ করিয়া চাহিয়া দেখিয়া চমকাইয়া উঠিল। চন্দ্রনাথের দুই চোখে একটা অমাহুষিক তীব্র-ছাতি—ক্ষিপ্তের দৃষ্টির মত তাহা ঝক ঝক করিয়া উঠিল । চন্দ্রনাথ বলিল, চোথে কি দেখছ সরযু ? সরযূ এক মুহূৰ্ত্ত চুপ করিয়া থাকিয়া বলিল, কিছু না, আচ্ছা যাও । চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল—বিড় বিড় করিয়া বলিতে বলতে গেল—সেই ভাল—সেই ভাল—আজই । ૭૧ સ