পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকান্ত BDD DD DBBB SL BBBB BBBS BBB BBDD D BDD DDS ‘নাট বাদ দিতে হবে। তবে ত রস জমবে। বলিলাম, তা যেন দিলাম, কিন্তু হঠাৎ আমাকে চিনলে কি করে ? বাবাজী কহিলেন, হঠাৎ চিনব কেন ! তুমি যে আমাদের বৃন্দাবনের চেনা মানুষ গোসাই, তোমার চোখ ষে রসের সমুদুর—ও যে দেখলেই চোখে পড়ে । ধেদিন কমললতা এলে—তারও এমনি ছুটি চোখ -তারে দেখেই চিনলাম—কমললতা, কমললতা এতদিন ছিলে কোথা ? কমল এসে সেই যে আপনার হ’লো তার আর আদি-অস্ত বিরহ-বিচ্ছেদ রইল না। এই ত সাধনা গোসাই, একেই ত বলি রসের দীক্ষণ । বলিলাম, কমললতা দেখব বলেই ত এসেচি গোসাই, কই সে ? বাবাজী ভারী খুশী হইলেন, কহিলেন, দেখবে তাকে ? কিন্তু সে তোমার অচেনা নয় গোলাই, বৃন্দাবনে তাকে অনেকবার দেখেচ । হয়ত ভুলে গেছ, কিন্তু দেখলেই চিনবে, সেই কমললতা । গোসাই, ডাকো না একবার তারে । এই বলিয়া বাবাজী গহরকে ডাকিতে ইঙ্গিত করিলেন । ইহার কাছে সবাই গোসাই, বলিলেন, বলে গে শ্ৰীকান্ত এসেচে তোমাকে দেখতে । গহর চলিয়া গেলে জিজ্ঞাসা করিলাম, গোঁসাই, আমার কথা বুঝি তোমাকে গহর সমস্ত বলেচে ? বাবাজী ঘাড় নাডিয়া কহিলেন, স্থা সমস্ত বলেচে। তারে জিজ্ঞাসা করলাম, গোসাই, ছ'সাতদিন আসনি কেন ? সে বললে, প্রকান্ত এসেছিল । তুমি যে শীঘ্রই আবার আসবে তাও বলেচে । তুমি বৰ্ম্মাদেশে যাবে তাও জানি । শুনিয়া স্বস্তির নিশ্বাস ফেলিয়া মনে মনে বলিলfম, রক্ষ। হোক, ভয় হইয়াছিল সত্যই বা ইনি কোন অলৌকিক আধ্যাত্মিক শক্তিবলে আমাকে দেখিবামাত্রই চিনিয়াছেন । যাই হোক, এক্ষেত্রে আমার সম্বন্ধে তাহার আঙ্গাজটা ষে বেঠিক হয় নাই তাহ মানিতেই হুইবে । ৰাবাজীকে ভাল বলিয়াই ঠেকিল, অন্তত: অসাধু-প্রকৃতির বলিয়া মনে হইল না। বেশ সরল । কি জানি, কেন ইহাঙ্গের কাছে গহর আমার সকল কথাই বলিয়াছে—অর্থাৎ বতটুকু সে জানে। বাবাজী সহজেই তাহা স্বীকার করিলেন, একটু ক্ষ্যাপাটে গোছের—হয়ত কবিতা ও বৈষ্ণবী-রসচর্চায় কিঞ্চিং विज्रोस् । অনতিকাল পরেই গহর গোসাইক্সের সঙ্গে কমললতা আসিয়া উপস্থিত হইল । বয়স ত্রিশের বেশী নয়, গুীমবৰ্ণ, আঁটপাট ছিপছিপে গড়ন, হাতে কয়েকগাছি চুড়ি→ et