পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হ১য়াধন > রামলোচন বলিয়া উঠিলেন, “হেরো শালাকে ত ধরতে পারলাম না, পালিয়ে গেল; এখন ডাক ঐ হারামজাদীকে। নাক কাণ কেটে ঝাঁটা মেরে ওকে বাড়ী থেকে তাড়িয়ে प्राe !' o বড়বউ বলিলেন, "চগ চাপ। অমন কথা মুখে এনো না।” রামলোচন স্ত্রীর কথায় অত্যন্ত বিস্মিত হইয়া বলিলেন, “কেন ? ও কথা বলছ কেন ?” বড়বউ বলিলেন, “ওগো মঙ্গত একটা ভুল হয়ে গেছে। ঐ হারাধন আর কেউ নয়, ছোটবউয়ের দাদা।” রামলোচন বলিয়া উঠিলেন, “সে কি ?” Ç “ওর এক দাদা ছিল, সে পাবনার বাজারে এক রাত্রে একটা খারাপ সীলোককে খন করে ফেরার হয়েছিল শোন নি ? ওই সেই দাদা। হারাধন ত নয়, ওর আসল নাম হীরালাল।” - রামলোচন বলিলেন “বল কি ? ও ছোটবউয়ের ভাই ? তা সে হ’ল ফেরারী আসামী, এখানে কি করতে এসেছিল শনি ?" “বোনের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করতে।” রামলোচন মেঝের উপর বসিয়া পড়িয়া, খাটের পায়ায় ঠেস দিয়া বলিলেন, “জল TTS !" তারাসন্দেরী উঠিয়া এক গেলাস জল আনিয়া দিলেন। সমস্ত জলটুকু ঢক ঢক করিয়া পান করিয়া ফেলিয়া গেলাস নামাইয়া রাখিয়া রামলোচন বলিলেন, “কিন্তু—কিন্তু -কথাটা কি সত্যি ? না, নস্ট সীলোকের উপস্থিত বন্ধি ?” ই’হারা জানিতেন না, ছোটবট বারের বাহিরে দাঁড়াইয়া ইহাদের কথোপকথন শুনিতেছিল। সে তখনই দম দম করিয়া পা ফেলিয়া, নিজ কক্ষে গিয়া বাক্স খলিয়া তাহা হইতে কতকগলা কাগজ বাহির করিয়া লইল। বড়বউয়ের ঘরে প্রবেশ করিয়া তাঁহার কোলের উপব কাগজগলা ফেলিয়া দিয়া মাদস্বরে বলিল, বটঠাকুরকে এগুলি পড়ে দেখতে বল দিদি।” লগঠনের আলো বাড়াইয়া দিযা রামলোচন কাগজগুলি পড়িতে লাগিলেন। এগুলি, এই বাসাতে থাকাকালীন "হারাধন” লিখিয়াছে। ভগিনীর নিকট টাকার তাগাদা, ভািসরের নিকট পাঁচ বৎসরের মনোফার অংশ হিসাবে অন্ততঃ ২৫০০ টাকা দাবী করার জন্য উপদেশ; উকীলের পরামশের কথা; অবশেষে একখানি পরে, অন্ততঃ পক্ষে আপাততঃ ২ooo টাকার জন্য পীড়াপীড়ি। পাটই বুঝা গেল, “হারাধন” এই পত্রগুলি রাত্রে পশ্চাতের জানালা দিয়াই হউক, অথবা অপর কোনও সংযোগেই হউক, ত হার ভগিনীর झारल झिझार्याक्कक्ष । পত্রগুলি পড়িয়া রামলোচন বলিয়া উঠিলেন—“জয় ভগবান : জাত কুল রক্ষে করলে বাবা ”—বলিয়া পরগলির মৰ্ম্ম স্মীকে জানাইলেন। অতঃপর রামলোচন বিধবা ভ্রাতৃজায়াকে ব্যবসায়ে তাহার লাভের অংশস্বরুপ ৩০ টাকা মাসহারা বন্দোবস্ত করিয়া দিয়া তাহাকে দেশে পাঠাইয়া দিয়াছেন। w