পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्लोअब्दी अभ्याणिका 8念 “তাকে ঐ কথাই বলতে আমি শিখিয়ে দিয়েছিলাম। বলেছিলাম যে এমন ভাবে বউদির কাছে গল্পটা করবে, আরও ২॥১ জন মানুষ শনতে পায় ।” সশীলা বলিল, “এত দটোমিও তোমার পেটে —জোচ্চর মিন্সে! আচ্ছা—বিয়ের পদ্যে তবে সে বরের ছাপা নাম কেটে তোমার নাম হাতের লেখায় বসানো ছিল কেন ?" পলিন বলিল, “ওটা, ঐ মজাটাকু করবার জন্যে।” “তবে সেটা জাল, বল ।” “একরকম তাই বইকি ?” পলিন তামাক সাজিয়া আনিয়া টানিতে আরম্ভ করিল। বলিল, “আমি তা হলে ১ নম্বর ধাপাবাজ, ২ নম্বর ভণ্ড, ৩ নম্বর জোচ্চর, ৪ নম্বর জালিয়াৎ—ক্সার কিছু আছে ?” সশীলা বলিল, “তোমার মত নিষ্ঠর কি আর ভূভারতে আছে ? এই ৮১০ দিন, কি কন্টটাই তুমি আমায় ভোগ করালে বল দেখি ; পরষ মানুষ, তুমি কি জানবে স্বামীর ভালবাসা হারালে সীলোকের কি বকেফাটা কট!”—বলিয়া সশীলা চোখে অচিল দিয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল।

  • जिन् श:का दकलिग्ना ऋौब्र निकछे ठिाम्ना उाशन्न शाउम्नेि शब्रिग्ना बलिज, “छि झि সশী—কে’দ না, চাপ কর।”

এ বার সশীলা হাত ছাড়াইয়া লইল না, পশদোষ সহ্য করিল। একট পরেই, হোটেলের ঠাকুর দই থালায় লচী তরকারী প্রভৃতি দিয়া গেল । সুশীলা সে সমস্ত গছাইয়া স্বামীকে খাইতে বসাইল। পলিন খাইতে লাগিল। সুশীলা জিজ্ঞাসা করিল, “আচ্ছা, তবে তোমার সেবার কলকাতায় অতদিন দেরী হল কেন ?” “ঐ যে বললাম, কবচ আনতে গিয়েছিলাম। তবে হিমালয়ের জঙ্গলে নয়, বাঙ্গাল। দেশেরই একটা পল্লীগ্রামে।” @ “এ কথাটা সত্যি ?” “কেন কবচ ত তুমি নিজে চক্ষে দেখেছ—তুমি পরলে না ত অামি কি করব ? কাল চল কালীঘাটে গিয়ে গঙ্গাস্নান করে মাকে দশন করে দুজনে কবচ দটি ধারণ করি।” তাহাই হইল। এ যাত্রায় সশীলার পিত্রালয়ে যাওয়া ঘটিল না। অসম্ভবও সম্ভব হয। বৎসর না ঘবিতেই, কবচ ধারণের সফল ফলিল;—এই দম্পতি পত্রলাভ করিল। রাণী অম্বালিকা ॥ প্রথম পরিচ্ছেদ ॥ অম্বরপতি মানসিংহের অন্তঃপরে বিভিন্ন মহিষীগণের আবাসাথ ভিন্ন ভিন্ন মহাল সকল নিমিত ছিল। এইরুপ একটি মহালের একটি সমসজিত কক্ষে, সায়ংকালে, গবাক্ষ সমীপে উপবেশন করিয়া, রাণী অবালিকা দেবী অন্তঃপরের সিংহবার তুভিমুখে দটি নিবন্ধ করিয়া রহিয়াছেন। তাঁহার মুখখানি কিছু বিষয়, মাঝে মাঝে অন্যমনে কি যেন ভাবিতেছেন, তাঁহার মনোমধ্যে দুশ্চিন্তা প্রবেশ করিয়াছে ইহা বেশ বুঝিতে পারা যায়। কক্ষমধ্যে সুগন্ধি তৈলপণে দীপাবলী উজ্জবল আলোক বিতরণ করিতেছে এবং সেই আলোক রাণীর দোদুল্যমান হীরক-খচিত কণভূষণে পতিত হইয়া, শতগণ উজলতর BBS BBBB BBBBB BBBS BDDD DDDD BBB DDDDD DDD DDDDD করিয়াছে—কিন্তু এখনও তিনি পরমা সন্দেরী। বস্তুতঃ তাঁহার অসাধারণ সেদেবের