পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిక8 গল্প-গ্রন্থাবলী DD DDS DD BBB BDD DDD DDDD DDDD DDDDS BBBB BBBB BBB পরেশের সহিত করমন্দান করিয়া, তাহার সহিত কথাবাত্ত কাঁহলেন। বিদায় গ্রহণকালে, পরেশের সাক্ষাতেই তিনি রায় বাহাদরকে বলিলেন, “বেশ উজলবন্ধি যবেক! দেখি আমি উহার জন্য কি করিতে পারি।” মাসখানেকের মধ্যেই, বাষিক ডেপুটি মনোনয়নের সময় উপস্থিত হইল। গেজেট হইবার পরেই পরেশ জানিতে পারিল, শিক্ষানবীশ ডেপুটিদের তালিকায় তাহার নাম উঠিয়াছে এবং আলিপুর আদালতে তাহাকে কমণশক্ষা করিতে হইবে। কিছুদিন পরেই, ধড়াচড়া বাঁধিয়া পরেশ আদালতে যাইতে আরম্ভ করিল। বায় বাহাদর-গহেই এখনও সে বাস করে—এবং পরে মতই তাঁহার পত্ৰগণেব শিক্ষকতা করিয়া থাকে। সনেীতি আর তাহার সামনে বড় আসে না ; যদিও এখনও সে ফ্রক ছাড়িয়া শাড়ী ধরে নাই এবং ডায়োসিজনের গাড়ীতে নিয়মিত ভাবে স্কুলে যায়, তথাপি বরকে ‘লজা করিবার বংশানুক্ৰমিক প্রথা সে পরিত্যাগ করিতে পারিল না। এপ্রিল মাসে সনীতির ম্যাট্রিক পরীক্ষা হইবে—মে মাসে পরেশের ডেপুটি পদে পাকা হইবার কথা-- তাই জ্যৈষ্ঠ মাসের শেষাশেষি বিবাহ হইবে এইরপেই প্রায় স্থির আছে। সনীতির পরীক্ষা হইয়া গেল। লিখিয়াছে ভাল, পাস সে নিশ্চয়ই হইবে। জ্যৈষ্ঠ মাসের প্রারম্ভে কিন্তু হঠাৎ এক অঘটন ঘটিল। বেলভেডিয়ারে বায় বাহাদরের নিকট টেলিফোনে সংবাদ গেল, এজলাসে বসিয়া কাজ করিতে করিতে হঠাৎ পরেশের ফিট হইয়াছিল, চেয়ারসন্ধে হড়মড় করিয়া সে পড়িয়া যায়, ভবানীপুরের ডাক্তাব যতীন ঘোষ সেদিন ঘটনাক্ৰমে কোনও মোকদ্দমায় সাক্ষী স্বরুপ আদালতে উপস্থিত ছিলেন, খাস কামরায় লইয়া গিয়া তিনিই রোগীর চিকিৎসা ও শশ্রেষা করিতেছেন। শনিয়া, রায় বাহাদরের মাথায় ত বজ্র ভাঙ্গিয়া পড়িল। তিনি তৎক্ষণাৎ মোটর ছটাইয়া, আদালতে গেলেন। পরেশ তখন কতকটা স পথ হইয়া চেয়ারে বসিয়াছেন। ডাক্তারবাব তাহার নাড়ী পরীক্ষা করিতেছেন। রায় বাহাদরে জিজ্ঞাসা করিলেন, “ব্যাপার কি ডাক্তারবাব ?” ডাক্তারবাব, রায় বাহদরকে চোখ টিপিয়া বলিলেন, “বিশেষ কিছ নয়। বড় গরমটা +ारफुट्छ किना, उाई झिक्ने झ्टम्लीछ्ल ।” “এখন বিশেষ কোনও আশঙ্কা আছে কি ?” "না, উপস্থিত কোনও আশঙ্কা নেই।” রায় বাহাদরে পরেশকে এবং ডাক্তারকে নিজ মোটরে তুলিয়া লইয়া বাড়ী আসিলেন । পরেশকে বিছানায় শোয়াইযা তাহার শশ্রেষার ব্যবস্থা করিয়া, ডাক্তারকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন—“কি হে, ব্যাপার কি বল দেখি ?" ডাক্তারবাব মুখ গভীর কবিষা বলিলেন, “ব্যাপার গরে্তর। এ, যে সে মচ্ছে নয়,— মগী রোগ।” “অ্যাঁ ? বল কি "--বলিয়া রায় বাহাদর সেখানেই হতাশভাবে বসিয়া পড়িলেন। জড়িত স্বরে বলিলেন, “তবে ত, যে কোনও সময়ে, হঠাৎ—” “আন্সে হ্যাঁ, হঠাৎ মৃত্যু হতে পারে।” ঔষধাদির ব্যবস্থা করিয়া, দিন দুই সপণে বিশ্রাম করিতে উপদেশ দিয়া, ভিজিটের টাকাগুলি লইয়া ডাক্তারবাব প্রস্থান করিলেন। পরদিন প্রাতে পরেশকে দেখিতে আসিয়া রায় বাহাদর জিজ্ঞাসা করিলেন, “হ্যাঁ বাবা, আর কি কখনও এ রকম ফিট তোমার হয়েছিল, না এই প্রথম ?” পরেশ ক্ষীণস্বরে বলিল, “আজ্ঞে আর দরবার হয়েছিল। শেষবার, এখানে দিনকতক আসবার আগেই। বার লাইব্রেরীতে বসে অন্য জনিয়র উকীলদের সঙ্গে তাস খেল