পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>cmも গল্প-গ্রন্থাবলী “ना, झिल्ले दरब एकन ?” রায় বাহাদর বলিলেন, “এখানে যখন ছিল, তখন একদিন এজলাসে বসে তার ফিট "ן প্রবোধবাব বলিলেন, “না, সেখানে কোনও দিন ত ফিট-টিট হতে দেখিনি তার ।" রার বাহাদরে একটা গোপন অনুসন্ধান করিয়া জানিতে পারিলেন, যতীন ডাক্তার যিনি আলিপুরে পরেশের ফিটের দিন চিকিৎসা করিয়াছিলেন, তিনি পরেশের সবগ্নাম* এবং পরেশ এখানে থাকাকালীন সে প্রায়ই তাঁহার বাড়ীতে গিয়া আড়া l রাত্রে রায় বাহাদর পরেশঘটিত নতন খবরগুলি সমস্তই তাঁহার গহিণীর নিকট প্রকাশ করিলেন। গহিণী বলিলেন, “এখন বুঝতে পারা যাচ্ছে, ও ফিট-টিট সবই মিথ্যে—নিজের কাজটি বাগিয়ে নিয়ে কেবল বিয়েটা বন্ধ করবার জন্যেই ঐ কৌশল করেছিল |” রার বাহাদর বলিলেন, আমরা গৰব করে থাকি আমরা কলকাতার লোক ভারি চালাক –কিন্তু ঢাকাব বাঙ্গালটা এসে আমাদের কি ঠকানটাই ঠকিয়ে গেল বল দেখি !" সশীলা না পিপলা ? மு:தி ভাগলপরে আমার পিতা ওকালতী করিতেন, সেই পথানেই আমার জন্ম হয়। আমার পিতার নাম অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আমার নাম সুরেন্দ্রনাথ। আমাদের বাড়ী হইতে অলপ ব্যবধানেই পিতার বন্ধ আর একজন উকীলেব বাড়ী ছিল। তাঁহার নাম চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাল্যকালে আমি তাঁহাদের বাড়ীতে প্রায় প্রতিদিনই খেলা করিতে যাইতাম। চন্দ্রনাথবাবকে আমি কাকামশাই ও তাঁহার পত্নীকে কাকীমা বলিতাম। কাকীমার তখনও কোনও সন্তানাদি না হওয়ায় তিনি আমাকে খুবই যত্ন করিতেন;—কোলে বসাইয়া আমাকে মিঠাই খাওয়াইতেন, মুখ ধোযাইয়া, চল অাঁচড়াইয়া দিয়া, আমায় পাউডার মাখাইতেন। চলিযা আসিবার সময় মুখে চমো খাইয়া বলিতেন, “আবার কাল এস, বাবা।” মা আমার মারিলে কাকীমার কাছে গিয়াই আমি নালিশ করিতাম। তাঁহার উপর আমার আব্দার ও মান-অভিমানের সীমা ছিল না। কিন্তু কাকীমার গহে আমার এই অত্যধিক আদর অধিক দিন রহিল না। আমার বয়স যখন সাত বৎসর তখন তিনি স্বয়ং জননী হইলেন,—একটি আধটি নয়—একসঙ্গে দই দইটি কন্যা তিনি প্রসব করিয়া বসিলেন। ইহাকেই বলে “রামজী যব দেতা তব ছাপর ফোড়কে দেতা।” আমি তখন সাত বৎসরের বালক হইলেও, ঘটনাটি বেশ সমরণ আছে। তাহার অলপদিন পবেই আমি ইংরাজী স্কুলে ভত্তি হইয়াছিলাম। যাহা হউক কাকীমার কন্যা দইটি দিন দিন “শক্লেপক্ষের শশিকলা”র মতই বাড়ীতে লাগিল। আমিও ক্লাসের পর ক্লাস উঠিতে লাগিলাম। আমি আর বড় একটা কাকীমার বাড়ী যাই না। একটা বড় হইলে, তাঁর মেয়ে দটি আমাদের বাড়ী খেলা করিতে আসিতে লাগিল। একটির নাম সশীলা, অপবটির নাম পিপলা বা প্রফুল্পনলিনী। একে ত वञछ छणिनौ, रकानप्लेि ८क टळनाई आढ-ऊाब्र छेनब्र आयाब्र खाटमव्र बा मदच्छेोमौ कब्रिग्ना দুইটি.ক একই রকমে সাজাইতেন। দুইটির চল ঠিক একই রকমে বাঁধয়া, একই রঙের