পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুল >8● সরোজ একটা দীঘনিঃশ্বাস ফেলিয়া আপন মনে বলিল, “কি জানি--কিছু বাৰতে পারছিনে ?” e বাস্তবিকই, সরোজের নিকট লীলার ব্যবহার আজকাল অত্যন্ত দবোধ্য হইয়া পড়িয়াছে। নিজনে পাইয়া, তাহাকে কোনও রপে আদর করিতে গেলেই সে সরিয়া দাঁড়ায়। মুখখানি সদাই বিষন্ন করিয়া থাকে। কে জানে, তার কি হইল। বাড়ী দেখিয়া ফিরিবার সময, হরিনাথবাব সন্ধ্যভোজনের জন্য নিমন্ত্ৰণ করিয়া সরোজকে বিদায় দিলেন। লীলা তখনও রোগী দেখিয়া ফেরে নাই । রাত্রিভোজন শেষ হইলে, লীলা সরোজকে বলিল, “তুমি একটু বস—আমি বাবাকে শুইয়ে দিয়ে আসি।” 動 বিতলের ভিতরের বারান্দার রেলিং ধাররা, সরোজ দাঁড়াইয়া রহিল । চৈত্র মাসের সুবিমল জ্যোৎসনা ধারায় গগন ভূবন প্লাবিত । মিনিট দশেক অপেক্ষা করিবার পর লীলা ফিরিয়া আসিল । সরোজ বলিল, “লীলা, এস এই বারান্দায় এস।” লীলা বাবান্দায় গেলে সবোজ বলিল, “আজ কি সুন্দর জ্যোৎস্না উঠেছে দেখ লীলা !" লীলা ক্ষীণ স্বরে বলিল, “বেশ ।” ‘আমার কি ইচ্ছে হচ্ছে জ্ঞান ?—এই জ্যোৎস্নায় দুজনে ময়দানে কিংবা ব্যারাকপরে বোডে খানিক বেড়িয়ে আসি । যদি হরকম কর, সম-খের বাড়ী থেকে এখনই আমি ফোন করে’ গাড়ীটা আনাই।” লীলা বলিল, “বাবা ঘনমিয়েছেন!" “তাঁর বিনা অনুমতিতে রাত্রে আমার সঙ্গে বেড়াতে পার না, এই কথা বলছ ত ? দুদিন বাদে যে তোমার স্বামী হবে, তার সঙ্গে রাত্রে তুমি বেড়াতে বেরলে বাবা নিশ্চয়ই রাগ করবেন না। বল লক্ষীটি—গাড়ী আনাই ?” লীলা দঢ়সবরে বলিল, “না।” “সব কথাতেই না! না—না—না এই তোমার বলি হয়েছে। এমন পাষাণ কেন হলে লীলা ? এমন ত তুমি ছিলে না!–আচ্ছা, বেড়াতে না যাও না যাবে। এস এইখানে আমরা অনেক রাত্রি পয্যন্ত বসে দু'জনে গল্প করি । তোমাতে আমাতে একসঙ্গে বসে মনের কথা কইনি যেন কত কাল—কত বছর। এ ক'দিন একটি চরমো পৰ্য্যন্ত দাওনি, তুমি আমায়। এস—আজ একবার তোমায় বকে নিই।”—বলিয়া সরোজ লীলার হস্ত ধরিয়া তাহাকে নিজের দিকে আকষণ করিল। “না”—বলিযা লীলা হাত ছাড়াইয়া, দুরে সরিয়া দাঁড়াইল । সরোজ দঃখিত স্বরে বলিল, “কেন লীলা ?—তুমি কি আমার আর সহ্য করতে পারছ না ?—আমি কি তোমার চক্ষুশুল হয়েছি ? তোমায় বুিরন্ত করছি ? চলে যাব ?” יין זןzיי "ওগো মিস না”—ওগে 'না' সন্দবী –তোমার মুখে কি না ছাড়া অন্য কোনও কথা জীবনে আর শুনতে পাব না ?” 醫 লীলা বলিল, “সরোজ, তুমি মনে দুঃখ কোর না। তোমায় বিবাহ করা, আমার পক্ষে এখন অসম্ভব। আমি তোমায় যে বাক্য দান করেছিলাম—দয়া করে, সে বাক্য অামায় ফিরিয়ে দাও!” সরোজ লীলার কাছে সরিয়া আসিয়া, কিন্তু তাহাকে পশ" না করিয়া বলিল, “সে ईक ? कि यणइ छूघि ? ८कन, ७क श्छा आळा या मथ्छव झिल, आछ ऊा इटैा९ अनन्छव হল কেন ?—আমার নামে, আমার চরিত্র সম্বন্ধে কেউ কি কোনও মিথ্যা কথা তোমার ○/>Q