পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలిy গল্প-গ্রন্থাবলী অনেক পর্তুল পাওয়া যায়—হাজার হাজার, লক্ষ লক্ষ, দশো তিনশো।” মখোপাধ্যায় হাসিয়া কমলার গাল টিপিয়া বলিলেন, “তাই নাকি ? কলকাতায় আর কি পাওয়া যায় রে ?” 蜜 কমলা উত্তর করিল, “উঃ—অনেক জিনিষ । থিয়েটর পাওয়া যায়, চিড়িয়াখানা পাওয়া যায়, কালীঘাট পাওয়া যায়—আরও কত সব ভাল ভাল জিনিষ মা বলছিল, সব আমার মনে নেই।” এমন সময় ঝি আসিয়া বাহিরে দাঁড়াইয়া বলিল, ”খকেী, মা ডাকছে, দুধ খাবি চল ।” কত্তার দিকে চাহিয়া বলিল, “গিনীমা আপনাকে একবার ডেকেছেন।” “চল যাচ্ছি।"—বলিয়া দত্ত মহাশয় উঠিয়া বলিলেন, “সন্ধ্যার পর মখায্যে আসছো ত ?" “হ্যাঁ, আসবো বইকি। জামাই বাবাজীর সঙ্গে দেখা করবো। জামাই বাবাজী সাতটার গাড়ীতে এসে পৌছবেন ত ? তুমি কি নিজে যাবে ইন্টিশানে ?” “না, যে জল কাদা ! লন্ঠন হাতে রামাকেই পাঠিয়ে দেবো এখন ।” “আচ্ছা, সন্ধ্যা-আহ্নিক সেরে, আমি তা হলে ৮টার মধ্যেই আসবো।”—বলিয়া মুখোপাধ্যায় বিদায় লইলেন, দত্ত মহাশয়ও নাতিনীর হাত ধরিয়া অন্তঃপরে প্রবেশ করিলেন। তৃতীয় পরিচ্ছেদ রাত্রি ৮টার পর মুখোপাধ্যায় লাঠি ও লন্ঠন হস্তে দত্তভবনে আসিয়া দেখিলেন, বৈঠকখানা শান্য। শুনিলেন, জামাইবাব আসিয়াছেন, এখন জলযোগ করিতেছেন। মুখোপাধ্যায় প্রতীক্ষায় রহিলেন। কিয়ৎক্ষণ পরে স-জামাতা দত্ত মহাশয় প্রবেশ করিলেন। “কি বাবা বসন্ত, ভাল আছ ত ?”—বলিয়া মুখোপাধ্যায় সসম্প্রমে উঠিয়া দাঁড়াইলেন । “আজ্ঞে হ্যাঁ, ভাল আছি কাকা ।”—বলিয়া জামাতা, মুখোপাধ্যায়কে প্রণাম করলেন । সকলে বসিলে মুখোপাধ্যায় বলিলেন, “তোমার ভাল চাকরী হয়েছে, তোমার শ্বশুরের কাছে শুনে বড়ই সখী হলাম, বাবাজী! সে দালালী-ফালালী ছেড়ে দিয়েছ, ভালই করেছ। তোমরা শিক্ষিত লোক, ঐ সব উঞ্চবত্তি কি তোমাদের পোষায় : তা. কোন আপিসে চাকরী হ’ল ?” “আজ্ঞে, ইংলিশম্যান আপিসে।” “কিসের কারবার তাদের " “ইংলিশমান খবরের কাগজ। সাহেবদের কাগজ, খুব প্রতিপত্তি—বড় কাগজ। বড় বড় ইংরেজ কমচারীরা, জজ, ম্যাজিস্ট্রেট, কমিশনার সাহেবেরা পৰ্য্যন্ত বেনামীতে তাতে প্রবন্ধ লেখেন ৷” মুখোপাধ্যায় বলিলেন, ‘বটে ; মস্ত কাগজ তা হলে। অনেক সব বাঙ্গালী সেখানে চাকরী করে বোধ হয় ?” , “বিস্তর I” “কত মাইনে সব ?” “তার কি ঠিক আছে ? ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ, একশো, দশো—যার যেমন পদ।” মুখোপাধ্যায় বলিলেন, “বটে ! তোমার পদটি ত তা হলে বড় পদই বলতে হবে । তুমি যদি আমার একটি উপকার কর বাবা ?” “কি, বলনে।” “আমার মেঝ ছেলেটা—তাকে তুমি দেখেছ—গেল বছর ম্যাট্রিক ফেল করলে। কত করে বললাম, ওরে আর এক বছর পড়, আর এক বছর পড়, তা সে কিছতেই শনলে