পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পৃথিবীতে নেই। বলিতে-বলিতেই তাহার গলা ভাঙিয়া পড়িল। র্তাহাকে এতখানি ব্যাকুলতা প্রকাশ করিতে কেহ কখনও দেখে নাই ! রমেশ স্তব্ধ হষ্টয়া বসিয়া রহিল। বিশ্বেশ্বরী একটু পরেই কহিলেন, কিন্তু তোর ওপর আমার এই আদেশ রইল রমেশ, তাকে তুই যেন ভুল বুঝিসনে। যাবার সময় আমি কারে বিরুদ্ধে কোন নালিশ করে যেতে চাইনে, শুধু এই কথাটা আমার তুই ভুলেও কখনও অবিশ্বাস করিসনে যে, তার বড় মঙ্গলাকাঙ্খিণী তোর আর কেউ নেই। রমেশ বলিতে গেল, কিন্তু জ্যঠাইমা— জ্যাঠাইমা তাড়াতাডি বাধা দিয়া বলিলেন, এর মধ্যে কোন কিন্তু নেই রমেশ । তুই য। শুনেচিস্ সব মিথ্যে, যা জেনেচিস সব ভুল। কিন্তু এ অভিযোগের এইখানেই যেন সমাপ্তি হয়। তোর কাজ যেন সমস্ত অন্যায়, সমস্ত হিংসা-বিদ্বেধকে সম্পূর্ণ তুচ্ছ ক'রে চিরদিন এমনি প্রবল হয়ে বয়ে যেতে পারে, এই তোর ওপর শেষ অনুরোধ । এইজন্যই সে মুখ বুজে সমস্ত সহ করে গেছে। প্রাণ দিতে বসেচে রে রমেশ, তবু কথা কয়নি। গতবাত্রে রমার নিজের মুখের দুই-একটা কথাও রমেশের সেই মুহূর্তে মনে পড়িয়া দুর্জয় রোদনের বেগ যেন ওষ্ঠ পৰ্য্যন্ত ঠেলিয়া উঠিল। সে তাড়াতাড়ি মুখ নীচু করিয়া প্রাণপণ শক্তিতে বলিয়া ফেলিল, তাকে বলে জ্যাঠাইমা, তাই হবে। বলিয়াই হাত বাড়াইয়া কোনমতে র্তাহার পায়ের ধূলা লইয়া ছুটিয়া বাহির হইয়া গেল। షీUఆ