পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেকসার খালাস ՀՕՖ লায়লী বলিল, “নিশ্চয়—নিশ্চয়। আপনি দয়া করে আমায় উদ্ধার করন, আমি আপনার মায়ের পেটের বোনের মতই চিরদিন আপনাকে ভক্তিশ্রদ্ধা করবো।” লিখিলাম, “আচ্ছা, তুমি এখন যাও, আমিও বসে বসে ক্লান্ত হয়ে পড়েছি, বিছানার শয়ে একটা কোনও উপায় চিন্তা করি। আচ্ছা, এটা কোন জায়গা ? কলকাতা ত ?” লায়লী বলিল, “হ্যাঁ, কলকাতা বইকি, পাক লেন; কিছু করেই লোয়ার সাকুলার রোড ৷” “পিয়ারী কি হিন্দ, না মসলমান ?” “হিন্দ। তবে বাইজী কিনা, তাই মুসলমানী ন ম নিযেছে। আমাকেও বাইজী বানাবে বলে আমারও মসলমানী নাম দিয়েছে—নইলে আমার আগেকার নাম ছিল— হিরণকুমারী।" “বেশ। তুমি এখন যাও।” “আচ্ছা দাদা”—বলিয়া সে আমার পদখালি লইয়া প্রস্থান করিল। আমিও খাটে উঠিয়া শুইলাম। উপায় চিন্তা করিতে করিতে আমার দাবাল মস্তিক ক্লান্ত হইযা পড়িল—আমি ঘমাইয়া পড়িলাম। সন্ধ্যার পব আবাব ঘমে ভাঙ্গিলে, কক্ষাতব হইতে গানেব শব্দ পাইলাম। বুঝিলাম, নবাব সাহেব আসিয়াছেন। পাঁচ পরদিন অপরাহুকালে লায়লী আমার ঘরে আসিলে ইঙ্গিতে জিজ্ঞাসা করিলাম "তোমার মা কোথায় ?” সে কহিল, “নবাব সাহেব এসে মাকে তাঁর মোটরে তুলে নিয়ে গেছে। বোধ হয তারা সেই বাজা পোড়ারমখোর সঙ্গে দেখা করতে গেছে—কারণ, শনলাম, শোফারকে হকুম দিলে গ্র্যান্ড হোটেল। সেই রাজা পোড়ারমুখো গ্র্যান্ড হোটেলে থাকে কিনা। -হ্যাঁ দাদা, আপনার বোনটির উপায় কিছু সিথর করলেন ?" আমি লিখিলাম, "ভেবে চিন্তে দেখলাম, তোমার শধ্যে পালালেই চলবে না, কোনও নরাপদ পথানে কিছুকাল তোমার লুকিয়ে থাকা দরকার। তাই ভাবছি, তোমায় আমাদের দেশে নিয়ে যাব, সেখানে আমাব সত্ৰী আছেন, তাঁর কাছে তুমি থাকবে। এরা অামার নাম-ধাম কিছুই জানে না, কস্মিনকালেও তোমায় খুজে বার করতে পারবে না।” “আপনার দেশ কোথা, দাদা ? বউদিদির নাম কি ?” লিখিলাম—“সে সবই ত দুদিন পরে জানতে পারবে। এখন বাজে কথায় সময় নন্ট কোরো না। আমি যে তোমার নিয়ে যাব, আমার কাছে কিন্তু টাকা-কড়ি কিছুই ভবানীপরে আমার বাসায় কিছয় টাকা আছে বটে, কিন্তু সেখানে গিয়ে আনি কি করে ?” লাযলী বলিল, “টাকার জন্যে কোনও ভাবনা নেই, দাদা। আমার কাছে শ-খানেক নগদ টাকা আছে। তাতে হবে না ?” লিখিলাম, "ঢের হবে। তোমার মা কি তোমার কাছে এখনও দেশভ্রমণে যাবার কথা পেড়েছে ?” “না। আজ রাজার সঙ্গে সব কথা পাকাপাক করে এসে বোধ হয় বলবে ।” লিখিলাম, “তুমি মৌখিক আহমাদ প্রকাশ কোরো। তা হলে ওদের কোনও সন্দেহ BBB DS BB BBBS BBBB BBB BBBBB uB DD BB HH ○/>8