পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেকসুর খালাস ミ>や হইয়া পড়েন এবং এ ব্যাপার নাকি হাশ-আপ' করিতে চাপিয়া যাইতে) আদেশ দেন । প্রায় অন্ধ ঘণ্টাকাল তথায় থাকিয়া কমিশনর লালবাজারে ফিরিয়া আসেন। কমিশনর সাহেব আসিয়া আমার পানে চাহিয়া মদ হাস্যসহকারে বললেন, “ইয়ংম্যান—তুমি বেকসুর খলাস।” লায়লীর পানে চাহিয়া বলিলেন, “পিয়ারী বিবি তোমার হেপাজতে পাইবার জন্য আমার নিকট দরখাস্ত করিয়াছে। কিন্তু তুমি প্রাপ্তবয়স্কা। তোমার যেখানে ইচ্ছা যাইতে পার। পিয়ারী বিবির কাছে যাইবে ?” লায়লী বলিল, “না সাহেব, দয়া করিয়া সেখানে আমায় পাঠাইবেন না। সে পতিতা পীলোক ; আমি পবিত্র জীবন যাপন করিতে চাই। আমি শনিয়াছি, আমার ন্যায় অসহায়া পত্রীলোককে, ব্রাহ্মসমাজের লোকেরা পাইলে সাদরে গ্রহণ করেন এবং সববিষয়ে সহায়তা করেন। আমি সেইরাপ স্থানে যাইতে চাহি ।” সাহেব আবার টেলিফোন ধরলেন ; একজন উচ্চপদস্থ ব্ৰাহ্ম ভদ্রলোকের সহিত কথাবাত্ত কহিয়া, একজন ডেপুটী কমিশনরের জিম্বায় লায়লীকে তাঁহার গহে পঠাইয়া দিলেন। - .است তারপর আমার দিকে চাহিয়। বলিলেন, “ইয়ংম্যান, তোমার সাহস, কাৰ্য্যতৎপরতা ও কত্তব্য জ্ঞানের বিষয় শনিয়া লাট সাহেব অত্যন্ত খসী হইয়াছেন। পলিসের চাকরি করিতে তুমি সমমত আছ ?” • . আমি বলিলাম, "হাঁ হােজর ।” - g ۹ بیت "উত্তম । আজই তোমায় বাহাল করিলাম —আধ ঘণ্টার মধ্যেই তুমি নিয়োগপত্র পাইবে। কিন্তু এখন ছয় মাস তুমি রাঁচি গিয়া কাজকর্ম শিখিবে। এ ছয় মাস ৩০ হিসাবে ভাতা পাইবে। সেখানকার পরীক্ষায় পাস করিলেই তুমি ৭০, বেতনে সাব ইনস্পেক্টার হইবে। কেমন, খসী হইলে ত?" : আমি বলিল, “ইহা আমার পরম সৌভাগ্য।” * * * * * a * * * তারপর সাহেব হাসিতে হাসিতে অঙ্গলি নাড়িয়া বলিলেন, “যে ঘটনার সহিত জড়িত হইয়া আজ তুমি এখানে উপস্থিত হইয়াছ, তাহা কিন্তু জীবনে কোনও দিন কাহারও নিকট প্রকাশ করিতে পারবে না ইহাই লাট সাহেবের আদেশ। যদি কর, তৎক্ষণাৎ তোমার চাকরি যাইবে। যে কয়দিন তুমি দেশের বাড়ীতে ছিলে, মহারাজার বিষয় তুমি কাহারও কাছে গল্প করিয়াছিলে কি ? 爱 、 ”কেবল আমার স্ত্রীর কাছে বলিয়াছিলাম, আর কাহারও কাছে না।” “তোমার স্ত্রী কি কাহারও কাছেও গল্প করিয়াছেন ?" SBBB BBS BBBS BBB BB DBBBB BBBB BB BBB BBB BBBBD কথা প্রচার করিয়া আসল ঘটন। চাপা দিয়াছিলাম।” “ভাল করিয়াছিলে: আজই তুমি বাড়ী ফিরিয়া যাও, তোমায় ৭ দিনের ছটী দেওয়া গেল। তোমার স্ত্রীকে তুমি খুব সাবধান করিয়া দিবে, কাহারও কাছে এ ব্যাপার যেন প্রকাশ না হয়। প্রকাশ হইলে তৎক্ষণাৎ তোমার চাকরি যাইবে—তোমার জেলও হইতে পারে।” সাহেব টাকা দিলেন; সেই দিন সন্ধ্যার ট্রেণেই আমি আবার বাড়ী ফিরিয়া গেলাম । বউ তাহার পিরালয়েই ছিল। যে দিন আমি গ্রেপ্তার হই, সেই দিনই সন্ধ্যার ট্রেণে শবশরে মহাশয় আমার উপাধারের চেষ্টায় কলিকাতায় রওনা হইয়াছিলেন। আমার খালাসের সংবাদ পাইয়া, পরদিন তিনি গ্রামে ফিরিয়া আসিলেন। বাবার অভিলাষ পণ হইল-চাকরি হইল, আমি বাব হইলাম। তা-ও যে সে বাবদ নহে—পলিসের বাবা-দোদ"ণ্ড প্রতাপ। ছয় মাস পরে, কলিকাতায় ফিরিয়া পাকা দারোগা হইলাম। বাসা ভাড়া করিয়া