পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ই গল্প-গ্রন্থাবলী করিলেন, “দেখ তেমন মনের মতন পার একটি পাওয়াই যদি যায়, সৰী আবার বিয়ে করতে রাজি হবে ত ? এত চেষ্টা করেও ওকে মাছ মাংস খাওয়াতে পারা গেল না । তারপর, তোমারই কাছে ত শুনেছি, আয়াকে দিয়ে ফল আনায়, রোজ ঘরে দোর বন্ধ করে ঠাকুরপজো করে। ওকি ফের বিয়ে করতে রাজি হবে ? তুমি বরঞ্চ আগে ওর মৃগে কথাবাৰ্ত্ত কয়ে ওর মনটি কৰে দেখ। এ বিষয়ে কথাবাত্তা করেছিলে কোনও iদন ?” : “না, তা কইনি বটে। কিন্তু মনের মত বর পেলে বিয়ে করতে ওর আপত্তি হবে বলে ত বোধ হয় না। এত লেখাপড়া করছে, জুতো মোজা পরে বেড়াচ্চে, টেবিলে ৰসে বাবচির রচনা খাচ্চে—তা মাছ মাংস নাই খাক, ৰিলেতেও ত কত ভেজিটেরিয়ন (নিরামিষাশী) আছে—বিধবার বিয়ে করাকে নিশ্চয়ই ও দুষ্য বলে মনে করবে না।” লাহিড়ী সাহেব হাসিয়া বলিলেন, “ওটা ভাবা কিন্তু তোমার ভুল। জয়তো মোজা পরে বেড়ায়, বাবচ্চির রান্না খায়, ওগুলো সব বাইরের জিনিষ। কোনটা কত্তব্য, কোনটা অকৰ্ত্তব্য, কোনটা ধম, কোনটা অধম'-এ সব হল অন্তরের জিনিষ। বাইরের আচারের সঙ্গে তার যে বড় বেশী যোগ আছে তা নয়। যা হোক, কথায়বাত্তায় তুমি ওর মনটি বুঝে দেখবার চেষ্টা কোরো।” “আচ্ছা তা আমি করবো।” এই সময় সৰ্ষমা ফিরিয়া আসিল । তাহার হাতে ফিকা নীল ফিতায় বাঁধা সন্দর একটি বাক্স। আসিয়া হাসিতে হাসিতে বলিল, “জ্যেঠাইমা, তোমার জন্যে আমি একটি গন্ধ এনেছি।”—বলিয়া বাক্সটি মিসেস লাহিড়ীর হাতে দিল । মিসেস লাহিড়ী উহা খলিয়া বলিলেন, “বাঃ শিশিটি কি সন্দের ! কোথায় কিনলি ञा ?” “আমরা যে মাকেটে গিয়েছিলাম i" “তোরা কারা ? কে কে গিয়েছিলি ?” “त्नीलडा, उपाधि, ठान्न व्र्यालडाक्ल ग्रामा ७ङ्केत दृशाश् ।” “কত দাম নিলে ?” “সাত টাকা। গন্ধ অবশ্য কেমন হবে জানিনে, কিন্তু শিশিটি দেখে আমার ভারি পছন্দ হ'ল, কিনে ফেললাম। আমার সঙ্গে টাকা ছিল, দাম দিতে গেলাম, কিন্তু ডক্টর ঘোষ কিছুতেই আমায় দাম দিতে দিলেন না। মনে করলাম তা হ’লে ফিরিয়ে দিই, নেবো না। কিন্তু হয়ত সেটা অভদ্রতা হবে, তাই অগত্যা নিতে হল। আমাকেও এটা কিনে দিলেন, ললিতাকেও ঠিক এই রকম একটা কিনে দিলেন। আচ্ছা জোঠামশাই, নিয়ে অন্যায় করেছি কি ?” লাহিড়ী সাহেব হাসিয়া বলিলেন, “ফিরিয়ে দিলে অসৌজন্য হ’ত বইকি।” গহিণী বলিলেন, “ওরাই তোকে নামিয়ে দিয়ে গেল, বঝি ?” “शाँ ।” “ওদের উপরে আনলিনে কেন, চা-ট্য খেয়ে যেত।" “চা আমরা ওদের বাড়ী থেকেই খেয়ে বেরিয়েছিলাম। তব আমি বললাম, চলন, উপরে চলন, জ্যেঠাইমা জোঠামশাইয়ের সঙ্গে দেখা করে যাবেন না ? ডক্টর ঘোষ বললেন, তোমার জ্যেঠাইমা জ্যেঠামশাইকে আমার নমস্কার দিও, আমি আর একদিন এসে তাঁদের সঙ্গে দেখা করব।” গহিণী বলিলেন, “আমরা এখনও চা খাইনি। যাও ত মা, আমাদের চা দিতে বল; আর গন্ধটিও আমার ঘরে রেখে এস।” नषभा कलिझा दृशटल घिरनन व्णशिफ़ौ ज्वाश्रौव्र थाऊ कूछेल काशन शानज्ञा शनिट्ठ