পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rరి ty গল্প-গ্রন্থাবলী সতীশবাব এক কোণে বসিয়া সে দিন প্রভাতের সংবাদপত্রখানা লইয়া নাড়াচাড়া করিতেছিলেন। হঠাৎ তিনি বলিয়া উঠিলেন, “ওহে, একটা মজার খবর শনেছ ?” मकरव्न दळिाझा छैठेल, “कि ? कि ?” "এই যে পড় না শনি—অর্থাৎ শোন না, পড়ি।”—বলিয়া তিনি পড়িতে আরম্ভ করিলেন – মফঃস্বল সংবাদ কৃষ্ণনগর—নদীয়া ছাত্রীর কৃতিত্ব। কৃষ্ণনগর বারের সম্প্রসিদ্ধ উকীল শ্ৰীষত্তে বাব রামজীবন মখোপাধ্যায় এম-এ, বি-এল মহাশয়ের কন্যা কুমারী কুন্দমালা দেবী বিগত ম্যাটরিক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সব্বোচ্চ স্থান অধিকার করিয়াছেন, ইহা কৃষ্ণনগরবাসী সকলেরই অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়! এই উপলক্ষে রামজীবনবাব সহরপথ তাবৎ গণ্যমান্য লোককে আগামী শনিবারে সাধ্যভোজে নিমন্ত্ৰণ করিয়াছেন। স্থানীয় যবে-নাট্যসমিতি নিমল্লিতগণের আনন্দবন্ধনাথ ঐ রজনীতে রামজীবনবাবরে গহ-প্রাঙ্গণে ডি-এল রায়ের "চন্দ্রগুপ্ত" নাটকের অভিনয় করিবেন। - ললিত চীৎকার করিয়া উঠিল—“হররে—থী চিয়াস ফর এম-এ, বি-এল মহাশয়ের কন্যা মন্ডমালা ?” সরেন বলিল, “মন্ডমালা নয় রে. কুন্দমালা। নামটি কিন্তু বেশ মিটি।” অতুলবাব নামক এক ভদ্রলোক দেওয়ালে হেলান দিয়া উদ্ধৰমুখে গভীর-স্বরে বলিলেন, “আশচয্য ! আশচয" " ললিত বলিল, “আহা, কি আর আশচয" ? বাঙ্গালীর মেয়ের ইউনিভাসিটিতে ফার্ট হওয়া, আজকালকার দিনে মোটেই আর আশচযা ব্যাপার নয়।” অতুলবাব বলিলেন, “সে জন্যে আশ্চৰ্য্য পলিনি হে —আমি দিব্যদটিতে ব্যাপারটা যা দেখতে পাচ্ছি—তা আশচয্য । অতীব আশচয্য !" যোগেশবাব বলিলেন, “দিব্যচক্ষে কি দেখছ অতুল. বলই না শুনি !" অতুল বলিল, “এর ভিতরে প্রজাপতির হাত পল্ট দেখতে পাচ্ছি।” উমাপদ বলিল, “কিসের ভিতর ?” অতুল বলিল, “প্রথমতঃ দেখ, সরেনও ফার্ট হয়েছে. কুন্দমালাও তাই।” “দিবতীয়তঃ ?” "বিতীয়তঃ, সরেনের কৃতিত্বের জন্যে আনন্দ-ভোজের আয়োজন আজ এখানে পটলডাঙ্গায়, কুন্দমালার কৃতিত্বের জন্যে আনন্দভোজের আয়োজন ঠিক আজই, ঠিক এই সময়েই কৃষ্ণনগরে চলছে।” , “তৃতীয়তঃ ?” "তৃতীয়তঃ, সে কুমারী, আর আমাদের সরেন্দ্ৰ—কুমার।” “তার পর ?” “একজন চাটষ্যে, একজন মাখয্যে—করণীর ঘর।” “আর কিছু আছে ?” - “নিশ্চয়ই আছে। যে মহত্তে" সরেনের কাণের ভিতর দিয়া কুন্দমালা নামটি পশিল, অমনি আকুল করিল ওব প্রাণ ! নামটি শনেই ও বলেছে—খাসা মিটি নামটি কিন্তু । —সরেন, বলনি তুমি ? এই একঘর লোক সাক্ষী আছে।” সরেন একট অপ্রতিভ হইয়া বলিল, “ঠিক ঐ কথাগুলিই বলিনি, তবে ঐ ভাবের কথা বলেছি বটে।” অতুল অত্যন্ত গভীরভাবে বলিল, “এ বিবাহ অনিবাৰ্য্য !"