পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বেী ক’বে দিই। আজ রাত থাকতে উঠে বৌঠানের সঙ্গে নাইতে গিয়েছিলেন—এমনই হয় ত রোজই যান, কে জানে ? নীলাম্বর আশ্চর্য্য হষ্টয়া বলিল, এই দোলে হাত তুললি ? পীতাম্বব বলিল, আগে শোন। ওই জমিদারেব ছেলের—কি জানি রাজেনবাৰু না কি নাম ওব—দেশ-বিদেশে স্বখ্যাতি ধলে না। আজ যে বৌঠান তার সঙ্গে আধ ঘণ্টা ধ’রে গল্প করছিলেন, কেন ? নীলাম্বর বুঝিতে না পাবিয়া বলিযা উঠিল, কে কথা কইছিল রে ? বিরাজ-বোঁ ? স্থা, তিনিই । তই চোখে দেখেছিল ? পীতাম্বব মুখের ভাবট হাসিবার মত কবিয়া বলিল, তুমি আমাকে দেখতে পার না জানি—অামাল সে বিচার নাব্যগুণ কববেন–কিন্তু— নীলাম্বল চমকাষ্টয়া উঠিল -আবার ঐ নাম মুখে আনে । কি বলবি বল। পীতম্বৰ চমকিয়া উঠিযা ঈম্বং হাসিয়া কষ্টস্ববে বলিতে লাগিল, চোখে না দেখে কথা B BBS BBB BBB BB BB BBB B BBB BBS BBB BB BBBB BB BS নীলম্বরের মাথার উপর অকস্মাৎ যেন বাড়ি পডিল। ক্ষণকাল উদভ্ৰান্তেক মত চাষ্টিয থাকিযা শেষে প্রশ্ন করিল, স্বাধ ঘণ্টা ধবে গল্প কবৃছিল, কে বিরাজ-বোঁ ? তুই চোখে দেখেছিস্ ? পীতাম্বর দু এক পা ফিরিয়া গিষাছিল, দাড়াইঃ পডিয়া বলিল, চোখেই দেখেচি । আধ ঘণ্টার হাত বেশী ও হতে পাবে। আবার নীলাম্বব কিছুক্ষণ নিঃশবে চাহিয়া বলিল, ভাল, তাই যদি হয়, কি করে জানলি তার কথা কষ্ট বাব আবশ্বক ছিল না ? পীতাম্বব মূখ ফিবাষ্ঠয়া হাসিযা বলিল, সে কথা জানি নে, তবে আমার মার-ধোর কবা উচিত হয়নি, বেন না ঘাট তৈবি ছোটবেীর জন্য হয়নি। মুকুঞ্জেল উল্লেময় নীলাম্বর দুই হাত তুলিযা ছুটিয়া আসিয়াই থামিযা পডিশ, তৎপরে পীতাম্বরের মুখের দিকে চাহিয়া বলিল, তুই জানোয়াব, তাতে ছোটভাই । বড়ভাই হ’যে আমি আর তোকে অভিমম্পাত করব না, আমি মাপ করলুম, কিন্তু আজ তুই যে কথা গুরুজনকে বললি, ভগবান তোকে মাপ করবেন না—যা, বলিয়া সে ধীরে ধীরে এ ধারে আসিযা ভাঙা বেডাটা নিজেই বাধিয়া দিতে লাগিল । বিরাজ কান পাতিয়া সমস্ত শুনিল । লজ্জায ঘূণায তাহার আপাদমস্তক বারংবার শিহবিয়া উঠিতেছিল, একবার তাবিল, সামনে গিয়া নিজের সব কথা বলে, কিন্তু পা বাড়াইতেই পারিল না। তাঙ্গর রূপের উপর পব-পুকলের লুব্ধ নষ্ট পডিয়াছে, স্বামীব হুমুখে এ কথা নিজের মুখে সে কি কবিয়া উচ্চারণ করবে । বেড়া বাধিয়া দিয়া নীলাম্বর বাহিরে চলিয়া গেল । ર: *