পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বেী চলিতে লাগিল। পুটি স্বনারীকে একবার গোপনে ডাকাইয়া পঠাইয়াছিল, কিন্তু সে আসিল না। যে ডাকিতে গিয়াছিল তাহাকে বলিয়া দিল, এ মুখ দেখাইতে পারিব না। এবং যাহা বলিবার ছিল বলিয়াছি। আর কিছু বলিবাব নাই। পুটি ক্রোধে অধর দংশন করিয়া মৌন হইয়া রহিল। পুটির নিদারুণ উপেক্ষা ও ততোধিক নিষ্ঠুর ব্যবহার ছোটবোঁকে যে কিরূপ বিধিল তাহ অন্তৰ্য্যামী ভিন্ন আর কেহ জানিল না। সে হাত জোড় কবিয়া মনে মনে বডজাকে স্মরণ করিয়া বলিল, দিদি, তুমি ছাড়া আমাকে আব কে বুঝবে ! যেখানেই থাক, তুমি যদি আমাকে ক্ষমা করে থাক, সেই আমাব সৰ্ব্বস্ব। চিরদিনই সে নিস্তন্ধ প্রকৃতির, আজিও নীরবে সকলেব সেবা করিতে লাগিল । কাহাকেও কোন কথাটি বলিল না। ভাসুরকে খাওয়াইবাব ভাব পুটি লইয়াছিল। এ কয়দিন সেখানেও বসিবাব আবশ্যক কৃষ্টল না। যাইবার দিন নীলাম্বব অত্যন্ত আশ্চৰ্য্য হইযা বলিল, তুমি যাবে না মা ? ছোটবে নীরবে ঘাড নাড়িল । পুটি ছেলে কোলে করিয়া দাদাব পাশে আসিয়া শুনিতে লাগিল । নীলাম্বর বলিল, সে হবে না মা । তুমি একলাটি কেমন করেই বা থাকবে, আব থেকেই বা কি হবে মা ? চল । ছোটবোঁ তেমনই হেঁট মুখে মাখা নাড়িয়া বলিল, না বাবা। আমি কোথাও যে৩ে পারব না । ছোটবেীর বাপেৰ বাড়ির অবস্থা খুব ভাল। বিধবা মেয়কে তাবা অনেকবার লইয়া যাইবার চেষ্টা কবিয়ছিলেন । কিন্তু সে কিছুতেই যাধ নাই । নীলাম্বর তখন মনে করিভ, সে শুধু তাহাবই জন্য যাইতে পারে না, কিন্তু এখন শূন্ত বাটতে কি হেতু এক পড়িয়া থাকিতে চাহে, কিছুই বুঝতে পারিল না। জিজ্ঞাসা করিল, কেন কোথাও যেতে পারবে না মা ? ছোটবে চুপ করিয়া রহিল । না বললে ত আমারও যাওয়া হবে না মা ! ছোটবে মৃদুকণ্ঠে বলিল, আপনি যান, আমি থাকি। কেন ? ছোটবোঁ আবার কিছুক্ষণ মৌন থাকিয়া মনে মনে একটা সঙ্কোচের জড়তা প্রাণপণে কাটাইবার চেষ্টা করিতে লাগিল । তারপর টোক গিলিয়া অতি মৃদুকণ্ঠে বলিল, কখনও যদি দিদি আসেন—তাই আমি কোথাও যেতে পারব না বাবা ! নীলাম্বর চমকিয়া উঠিল । খর বিদ্যুৎ চোখ-মুখ ধাধিয়া দিলে যেমন হয়, তেমনিই চারিদিকে সে অন্ধকার দেখিল, কিন্তু মুহূর্তের জন্য। মুহূর্তেই নিজেকে \డిచి २ä-8०