পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ab & . গল্প-গ্রন্থাবলী আমি বলিলাম, “আমরা মাত্র আজ সন্ধ্যেবেলা, মোল্লাগঞ্জের ঘাটে এ বজরা ভাড়া নিয়েছি, বাবা। যে মাড়োয়ারী মহাজন এতে আসছিল, সেইখানেই সে নেমে গেল কিনা। আমরা গরীব গহন্থ লোক, সঙ্গে টাকাকড়ি বেশী কিছুই নেই, পথ-খরচের মত সমান্য দশ বিশ টাকা আছে। এই চাবি নাও, বাক্স-তোরঙ্গ সব খালে তোমরা দেখ’ বাবা।” - একজন হাত বাড়াইয়া চাবির গোছা লইল। অপর এক ব্যক্তি বলিল, “ও ড্যাম ইট! দশ বিশ বি হ্যাংড। ফেলে দে চাবি। চল, এখন সরে পড়া যাক " ', ঠিক এই সময় বহিরে দুইবার সিটির আওয়াজ হইল,—সেই বাঁশীগলো, ফুটবল খেলিবার সময় যাহা বাজায়—ভিতরে মটর না ককির কি থাকে, ফর ফর করিয়া বাজে। এই আওয়াজ শনিবামাত্র সকলের মথে ভীতি-চিহ্ন দেখা দিল । বাহির হইতে একজন কে বলিল, “পলিসবোট। . যারা যারা সাঁতার জান, জলে লাফিয়ে পড়।” এ কন্ঠস্বরে আমি, চমকিয়া উঠিলাম। ঠিক যেন আমার জামাতার কন্ঠস্বর! পর-মহমত্তে ঝাপঝাপ করিয়া কয়েকজনের জলে লাফাইয়া পড়িবার শব্দ হইল। আমি বাহিরে গিয়া জ্যোৎস্নালোকে দেখিলাম, দইটা পাসৗভত্তি লাল পাগড়ী—একখানাতে স্বয়ং ইনপেক্টর হরেন্দ্রবাব। বজরাব গায়ে পানসী লাগিবামাত্ৰ সকলে টপাটপ বজরায় উঠিয়া পড়িল। এক ব্যক্তি জলে লাফাইতে যাইতেছিল, হরেন্দ্রবাব তাহাকে ধরিয়া ফেলিলেন। যাহারা ইতিপবে জলে পড়িয়াছিল, তাহদের ধরিতে পলিস কোনও চেষ্টা করিল না। একজন সিপাহী বড় একটা টাচলাইট জালিল অপর সিপাহীরা এক এক জনে এক এক ডাকাইতকে সজোরে জাপটাইয়া ধরল। তাহাদেরই -আলোকে আমি সভয়ে দেখিলাম হরেনবাব যাহাকে ধরিয়াছেন, সে আর কেহ নহে, আমারই জামাতা শ্ৰীমান পণচন্দ্র বাবাজী ! হরেনবাব আমাকে দেখিয়া বলিয়া উঠিলেন, "এ কি ? আপনি " . আমি ইঙ্গিতে তাঁকে কথা বলিতে নিষেধ করিলাম। ভিতরে কোনও রহস্য আছে বঝিয়া তিনি আর বিরক্তি না করিয়া ধত আসামীদের প্রতি মনোনিবেশ করিলেন। তাঁহার আদেশে কনেন্টবলরা প্রত্যেক আসামীকে পিঠমোড়া করিয়া বধিল । একএকজনকে বধিয়া, ধরাধরি করিয়া পলিসবোটে নামাইতে লাগিল। sr আমি ইসারা করিয়া হরেনবাবকে ভিতরে ডাকিলাম। ভিতরে গিয়াই তিনি বলি •লেন, “আপনি দাদা এ বজরায় এলেন কি করে ?” বলিলাম, “সে অনেক কথা, পরে সবই বলবো। এখন উপস্থিত বিপদ থেকে বাঁচাও ” 尊 “কেন ? আর বিপদ কি ?” . རྒྱུ། ཨ། “མང་ལ། ཨ་ཨཱ། ཨི་ཨ་། ད་ལྟའི་ཟད། རྩིས ཨ་ཙ། ཝ་ཝ ཨེ- ལྕགག ཤམ་ ཨ་ཁ།༢ 靜 יין হরেন আশ্চৰ্য্য হইয়া বলিল, “অ্যাঁ ! তাই নাকি? তা হলে ত বিপদই বটে।" আমি তার হাত দটি ধরিয়া কাতরস্বরে বললাম, "তোমার ভাগনী-জামাইকে, যেমন করে পার, বাঁচাও ভাই ।” श्रबन बलिल, “ञाष्झा झाँक्लान, कि कब्रटङ गाव्रि एकथि।” यजिब्रा रन बाइक्र श्ल । আমিও তাহার পিছ পিছত বাহিরে গিয়া দাঁড়াইলাম। তাহার আদেশ অনুসারে বাকী আসামীদিগকে পিঠমোড়া করিয়া বাঁধা হইতে লাগিল। সুন্নাল লি। বাবাজী কাতর ভিক্ষা-পাণ দটিতে আমার পানে চাহিতে লাগল । একে একে সব আসামীকে পলিসবোটে নামানো হইল, শুধ বাকী রহিল পণ ।