পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেনা-পাওনা নদীমশাইও আর কোথাও গোমস্তাগিরি কৰ্ম্মে উত্তরোত্তর শ্রবৃদ্ধি লাভ করতে থাকুন, কারও প্রতি আমার কোন আক্রোশ নাই । নিৰ্ম্মল আইন ব্যবসায়ী, সহজে হাল ছাড়িবার পাত্র নয়, কহিল, এমন ত হতে পারে, কারও কোন শাস্তি ভোগ করারই আবখ্যক হবে না, অথচ ক্ষতিও কাউকে স্বীকার করতে হবে না । জীবানন্দ তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, বেশ ত, পারেন ভালই। কিন্তু আমি অনেক চিন্তা করে দেখেচি সে হবার নয়। কৃষকের তাদের জমি ছাড়বে না । কারণ, এ শুধু তাদের অন্ন-বস্ত্রের কথা নয়, তাদের সাত-পুরুষের চাষ-আবাদের মাঠ, এর সঙ্গে তাদের নাড়ীর সম্পর্ক। এ তাদের দিতেই হবে। একটু চুপ করিয়া কহিল, আপনি ভালই জানেন, অন্য পক্ষ অত্যন্ত প্রবল, তার উপর জোর-জুলুম চলবে না। চলতে পারে কেবল চাষীদের উপর, কিন্তু চিরদিন তাদের প্রতিই অত্যাচার হয়ে আসচে, আর হতে আমি দেব না । নিৰ্ম্মল মনে মনে প্রমাদ গনিয়া কহিল, আপনার বিস্তীর্ণ জমিদারী, এই ক'টা চাষার কি আর তাতে স্থান হবে না ? কোথাও না কোথাও— না মা, আর কোথাও না—এই চওঁীগড়ে । এইখানে আমি জোর করে তাদের কাছে ছ’হাজার টাকা আদায় করেচি—আর সে টাকা যুগিয়েছেন জনাৰ্দ্দন রায়— সে শোধ করতেই হবে । কিন্তু অপ্রতিকর আলোচনায় আর কাজ নেই নিৰ্ম্মলবাবু, আমি মনস্থির করেচি । এই ছ’হাজার টাকার ইঙ্গিত নিৰ্ম্মল বুঝিল না, কিন্তু এটা বুঝিল যে, তাহার শ্বশুর মহাশয় অনেক পাকে আপনাকে জড়াইয়াছেন যাহা মুক্ত করা সহজ নয়। সে শেষ চেষ্টা করিয়া কহিল, আত্মরক্ষায় সকলেরই ত অধিকার আছে, অতএব শ্বশুর মহাশয়কেও করতে হবে । আপনি নিজে জমিদার, আপনার কাছে মামলা-মকদ্দমার বিবরণ দিতে যাওয়া বাহুল্য—শেষ পর্য্যস্ত হয়ত বা বিধ দিয়েই বিষের চিকিৎসা করতে হবে । জীবানন্দ মুচকিয়া হাসিয়া কহিল, চিকিৎসক কি জাল করার বিষে খুন করার ব্যবস্থা দেবেন ? নির্ণলের মুখ রাঙা হইয়া উঠিল। কহিল, জানেন ত, অনেক সময়ে ওষুধের নাম করলে আর খাটে না ! সে যাই হোক, আপনি জমিদার, ব্রাহ্মণ, বয়সে বড়, আপনাকে শক্ত কথা বলবার ইচ্ছে আমার নাই। কিংবা হঠাৎ কি কারণে আপনার ধৰ্ম্ম-জ্ঞান এরূপ প্রচণ্ড হয়ে উঠল তাও জানবার কৌতুহল নেই, কিন্তু একটা কথা বলে যাই যে, এ জিনিস আপনার স্বাভাবিক নয়। গভর্নমেন্ট যদি প্রসিকিউট করে ত জেলের মধ্যে একদিন তা উপলব্ধি করবেন। আপনি সপকে রজ্জ্ব বলে শ্রম করেছেন । 》b等 唱曦