পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ुद्धद्वाज्ञ ३ब्ध्रुछाल” 虚 ලOල সষমা বলিল, “এই দেখ, সকল কথার তুমি উল্টো মানে কর কেন বল দেখি ? অমি কি তোমায় মহামখে বলেছি ? তুমিও ইউনিভাসিটির প্রোফেসর, তাঁরাও তাই। তুমি তাঁদের চেয়ে কিসে কম ?” “তবে ? আমার মতামতের কোনও মাল্য নেই কেন ?" ~ . সষমা খাট হইতে নামিয়া আসিয়া, স্বামীর কন্ধে হাত বলাইয়া বলিল, “আমার নাটক তোমার অত ভাল লেগেছে, তা কেবল, তুমি আমায় অত ভালবাস ধলে। আবার তাদের বউ যদি নাটক লিখতো, তবে তাদেরও খুব ভাল লাগতো।” অবিনাশবাবু বলিলেন, “জানিনে—আমার ধারণা ছিল, ভাল জিনিষ সবাইকেরই ভাল লাগে। তাই আমি গৰব ক’রে তাদের কাছে কথাটা বলেছিলাম।" “তুমি তাঁদের কাছে কি বলেছ বল দেখি ? নিশ্চয়ই অযথা খুব বাড়িয়ে বলেছ।” “অযথা কেন বলবো ? সযথাই বলেছি।” “ঠিক কি কথা তাঁদের তুমি বলেছ, সত্যি করে আমায় বল দেখি !" “বলেছি, নাটকখানি খুব ভাল হয়েছে।” “ব্যস, আর কিছ না ; সত্যি করে বল।” অবিনাশবাব ক্ষণকাল নীরব থাকিয়া বলিলেন, “আর বলেছি, গিরীশ ঘোষের প্রফুল্ল নাটকের পর, এ রকম ভাল গাহসিথ্য নাটক বাঙ্গালা সাহিত্যে আর জন্মায়নি। তা সত্যি কথা যা, তাই বলেছি। তাতে দোষটাই বা কি হয়েছে, অর রাগে তুমি ভুরনই বা কোঁচকাচ্ছ কেন ?” সষমা বলিল, “আচ্ছা, সত্যি হোক মিথ্যে হোক তুমি ঘরের কথা বাইরে প্রকাশ কর কেন বল দেখি : এটা কিন্তু তোমার একটা রোগ-তা তুমি যাই বল। আমি গোপনে একটা ছেলেমানুষী করলাম,—শ,ধ তুমি জানলে আর আমি জানলাম। তাই নিয়ে কি বাইরে ঢাক পিটোতে হয় ?” “ঢাক আমি না পিটোলে ডাক যে আপনি পিটে যাবে বউ ! তার উপায় কি বল ?” “ঢাক আপনি পিটবে কেন ?” “বই ছাপাতে হবে না ?” “কেন, আবার কিছু লোকসান দেবার ইচ্ছা হয়েছে ? বিয়ের অলপদিন পরেই কত খরচপত্র করে আমার কবিতার বই ছাপিয়ে ছিলে। বিক্ৰী হল ? তারপর আমায় অনরোপা নিরুপমা বানাবার চেষ্টায় দিলে আমায় উপন্যাস-কলেজে ভত্তি করে। কলেজ থেকে বেরিয়ে ক্ৰমাগত বলতে লাগলে, একখানা উপন্যাস লেখ উপন্যাস লেখ । কি করি, তোমার পীড়াপীড়িতে উপন্যাস লিখলাম। তাও ছাপালে গ্রন্থ হল নগদ মাল্য এক টাকা। কোনও রকমে খরচটা উঠে গিয়েছিল—আর বিক্ৰী হয়? যে প্রথম সংস্করণ সেই প্রথম সংস্করণেই মা আমার বিরাজ করছেন ত!” -- ঝি অবিনাশবাবর গড়গড়ি প্রস্তুত করিয়া আনিয়া দিল অবিনাশবাব ধমপান করিতে করিতে বলিলেন, “প্রেমেব ইন্দুজাল বেরলে হয়ত প্রথমটা তেমন বিক্ৰী নাও হতে পারে, কিন্তু থিয়েটারে যখন প্লে হতে আরম্ভ হবে—তখন হরহ করে বিক্ৰী হতে থাকবে যে, এডিশনের পর এডিশন উড়ে যাবে—তা জান ?” সষমা বলিল, “থিয়েটারে প্লে হলে ত?” “যত সব রাবিশ নাটক প্লে হচ্চে, আর তোমার নাটক প্লে হবে না ?” “আমার নাটক যে রাবিশ-তরো নয়, তা কে বললে ?” অবিনাশবাব বলিলেন, “আমি বলছি। রবিবার দিন ওঁরা সব আসছেন ত ? সেই সব মহা-মহা পণ্ডিত লোক যখন শনবেন, তখন তাঁরাও বলবেন। তুমি একা রাবিশ বললে ত চলবে না গো !