পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अब्र६-नॉश्ङि7-न६4यझ ললিতা বলিল, টাকা নিচ্ছি। ছ, বলিয়া শেখর পড়িতে লাগিল। ললিতা আঁচলে টাকা বাধিয়া উঠিয়া দাড়াইল । আজ সাজিয়-গুজিয়া আসিয়াছিল, তাহার ইচ্ছা শেখর চাহিয়া দেখে । কছিল, দশ টাকা নিলুম শেখরদা। শেখর "আচ্ছা বলিল, কিন্তু চাহিয়া দেখিল না। অগত্যা সে এটা-ওটা নাড়িতে লাগিল, মিছামিছি দেরি করিতে লাগিল, কিন্তু কিছুতেই কোন ফল হইল না, তখন ধীরে ধীরে বাহির হইয় গেল। কিন্তু গেলেই ত চলে না, আবার তাকে ফিরিয়া আসিয়া দোয়গোড়ায় দাড়াইতে হইল। আজ তাহারা থিয়েটার দেখিতে যাইবে । শেখরের বিনা হুকুমে সে যে কোথাও যাইতে পারে না, ইহা সে জানিত । কেহই তাহাকে ইহা বলিয়া দেয় নাই, কিংবা কেন, কি জন্য, এ-সব তর্ক কোনদিন মনে উঠে নাই। কিন্তু জীবমাত্রেরই একটা স্বাভাবিক সহজ বুদ্ধি আছে, সেই বুদ্ধিই তাহাকে শিখাইয়া দিয়াছিল; অপরে যাহা ইচ্ছা করিতে পারে, যেখানে খুশি যাইতে পারে, কিন্তু সে পারে না । সে স্বাধীনও নয় এবং মামা-মামির অনুমতিই তাহার পক্ষে যথেষ্ট নয় । সে দ্বারের অন্তরালে দাড়াইয়া আস্তে আস্তে বলিল, আমরা যে থিয়েটার দেখতে যাচ্ছি। - তাহার মৃদু কণ্ঠ শেখরের কানে গেল না—সে জবাব দিল না । ললিতা তখন আরো একটু গলা চড়াইয়া বলিল, সবাই আমার জন্তে দাড়িয়ে রয়েচে যে | এবার শেখর শুনিতে পাইল, বইখানা একপাশে নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েচে ? ললিত একটুখানি রুষ্টভাবে বলিল, এতক্ষণে বুঝি কানে গেল ! আমরা থিয়েটারে যাচ্ছি যে । শেখর বলিল, আমরা কারা ? আমি, আমাকালি, চারুবালা, তার মামা । মামাটি কে ? ললিত বলিল, তার নাম গিরীনবাবু। পাঁচ-ছদিন হ’লে মুঙ্গেরের বাড়ি থেকে এলেচেন, এখানে বি. এ. পড়বেন—বেশ লোক সে– বাঃ-নাম, ধাম, পেশা–এ যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখচি। তাতেই চার-পাচ দিন মাথার টিকিট পর্য্যন্ত দেখতে পাইনি—তাস খেলা হচ্ছিল বোধ করি ? হঠাৎ শেখরের কথা বলার ধরণ দেখিয়া ললিত ভয় পাইয়া গেল। সে মনেও করে নাই, এরূপ একটা প্রশ্নও উঠতে পারে। সে চুপ করিয়া রহিল।

  1. ! ই ৯৬