পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ළුෆ8 - গল্প-গ্রন্থাবলী রাজপুত্র বলিলেন—“মবারক দাদা! আমার সহিত কৌতুক কর কেন ? ইহা ত জঙ্গল এবং কেবলই অন্ধকার ।” মবোরক তখন ঈষৎ হাসিয়া নিজ পকেট হইতে একটি ডিবিয়া বাহির করিল। ইহার আন লেমান স্থল ছিল। অলপ লইয়া রাজপত্রের দুই চক্ষতে লাগাইয়া 环可1 সক্ষমা চক্ষে লাগাইবামাত্র শাহজাদা দেখিলেন, চতুদিকে আলোকপণ। বিস্তৃত রাজপথ। পথানে পথানে লণ্ঠন জনলিতেছে। অনেক ঘরবাড়ী, লোকজন, কোন কোনও গাহের উপরতলায় নৰ্ত্তকীগণ নত্য করিতেছে। বাজারে বিবিধ দ্রব্যাদি বিক্রয় হইতেছে। এই সকল দেখিয়া শাহজাদার মন বিস্ময়ে পরিপণ হইয়া উঠিল। মবোরককে দেখিয়া অনেকেই চিনিতে পারিল এবং বন্ধতাসচক কুশল-প্রশনাদি জিজ্ঞাসা করিতে লাগিল। সে রাত্রি একটি বন্ধ-গহে মবোরক অবস্থিতি করিয়া, পরদিন প্রাতে মালেক সাদেকের দরবারে রাজপত্রকে লইয়া উপস্থিত হইল। দৈত্যপতির রাজসভা সবণ, রৌপ্য ও বিবিধ মণিমত্তো দ্বারায় খচিত। পথানে সথানে চাঁদনী, দরী এবং মখমলের আসন বিস্তৃত রহিয়াছে। বহু পণ্ডিত, গণেী আমীর, ওমরাহ, উজীর ও ফকীর বসিয়া আছে । অঙ্গরক্ষক সিপাহীগণ সশস্ত্র হইয়া দণ্ডায়মান। মণিময় সিংহাসনের উপর, হীরকের মকুট পরিয়া, মোতির হার গলায় দিয়া, মালেক সাদেক বসিয়া আছেন। মুবারক রাজপত্রসহ নিকটে গিয়া সেলাম করিল। মালেক সাদেক দেখিবামাত্র তাহাকে চিনিতে পারিয়া বলিলেন—“কি মবোরক ? তুমি কবে আসিলে ?” মবোরক নত হইয়া বলিল—“শাহানশাহ ! এ দাস পারস্যরাজ্য হইতে গত রাত্রিতে পেপছিয়াছে।” মালেক সাদেক কহিলেন—“বেশ। তোমার সহিত এই যুবকটি কে ?” মবোরক উত্তর করিল—“মহারাজ ! ইহাকে চিনিতে পারলেন না ? আপনি চিনিবেনই বা কি করিয়া, অতি বাল্যকালে ইহাকে দেখিয়াছিলেন কিনা। আপনার বন্ধ পারস্যের স্বগীয় বাদশাহের ইনি পত্র।” অতঃপর মবোরক এই কয়েক বৎসরের ঘটনা সমস্তই আনপিনবিক নিবেদন করিল। এক কলসী মোহরও তাঁহাকে উপহার দিল। শেষে বলিল—“রাজপত্রের বড়ই বিপদ । এ বিপদে আপনি রক্ষা না করিলে আর কে করিবে ? আপনি যদি কৃপা করিয়া শেষ বানরাঁট দেন, তাহা হইলে ইহার আর কোনই কম্পট থাকে না। আপনার বন্ধরে রাজ্য ও বংশ সমস্তই বজায় থাকে।” সকল কথা শুনিয়া মালেক সাদেক বলিলেন—“আচ্ছা, সে উত্তম কথা। এ যখন এতদরে আসিয়া আমার শরণাপন্ন হইয়াছে, তখন অবশ্যই আমি ইহাকে রক্ষা করিব । কিন্তু উহাকে একট পরীক্ষা করিতে চাই। আমার একটি কাষ সম্পন্ন করিয়া দিতে হইবে।” sł ইহা শনিয়া রাজপত্রে করযোড়ে কহিলেন—“যাহা হুকুম হয়, এ অধীন তাহা যথাসাধ্য পালন করবে।” মালোক সাদেক বলিলেন—“কাৰ্য্যটি বড়ই কঠিন। পরিবে কি? যদি কাৰ্য্যটি করিতে পার, তবে তোমার পিতাকে আমি যে পরিমাণ অনুগ্রহ করিয়াছিলাম, তাহার অধিক অনুগ্রহ তোমাকে করিব। যাহা চাহিবে তাহাই দিব। কিন্তু যদি কায নাশ কর, তাহা হইলে আমার হতে তোমার বিপদের সীমা থাকিবে না।” রাজপত্র বলিলেন—“কামটি যদি আমার শক্তির মধ্যে হয়, তবে অবশ্যই তাহা আমি “প্রাণপণে সপন্ন করিব। কায"টি কি ?”