পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O6.8 গল্প-গ্রন্থাবলী BBBBBB BBBB BB BDD BBBBBB BB BuBBBBB DD DD হইল, বৎস দুইটি সমবয়স্ক। দাইটি সমভার রৌপ্য পারে গাভী দুইটির দশ্ব দোহন করশান্তর আলাদণ্ডে পরিমিত করা হইল। সব্বসাধারণ প্রত্যক্ষ করিল, পং-বৎসবক্টে গাভীটির দখ অধিক হইয়াছে। এইরপে ক্ৰমে ক্ৰমে মহিষ, ছাগ, মেষ, গন্দভ, উলী, ပ္ရန့္ခ္ယက္တဲ့ s ২৩:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)২৩:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)TarunnoBot (আলাপ) ২৩:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) রাপ | পরীক্ষা শেষ হইলে কাজি বলিতে লাগিলেন—“হে বিবান ও বাখমান সভাসদগণ, আপনারা জানেন, ঈশ্বর সত্ৰীজাতি অপেক্ষা পর্ষ জাতিকে বলবত্তর করিয়া নিৰ্ম্মাণ করিয়াছেন। এই কারণে সবজীবের আদিম খাদ্যভাণ্ডারে তিনি পরেষের জন্য অধিক এবং সত্ৰীজাতির জন্য অপেক্ষাকৃত অলপ খাদ্য সঞ্চিত রাখিয়াছেন, তাহাও আপনারা প্রত্যক্ষ করিলেন। এক্ষণে (ওয়াজিহন ও জহরণকে দেখাইয়া) এই সন্ত্রীলোক দুইটির পতনদগধ এইরপে তুলনা করিয়া দেখা যাউক, যাহার দগেধর পরিমাণ অধিক হইবে, তাহাকেই পত্র সন্তানের মাতা বলিয়া সিন্ধান্ত করা যাইবে । কেমন, এ প্রকার নিম্পত্তিতে আপনাদের সকলের সম্মতি আছে ত ?” সকলেই একবাক্যে বলিলেন—“আছে।” বলা বাহুল্য ওয়াজিহনের দখেই গুরতর হইল। ওয়াজিহন সভা সমক্ষে আপনার পত্রকে প্রাপ্ত হইলেন। জহরণকে তাঁহার কন্যা প্রত্যপিত হইল। খালিফ এই বিচার পদ্ধতি দেখিয়া মহা সন্তুষ্ট হইলেন। স্বীয় কণ্ঠদেশ হইতে বহমাল্য মণিহার মোচন করিয়া কাজি সাহেবের গলে পরাইয়া দিলেন। অলপদিনেব মধেই তাঁহাকে রাজধানীর প্রধান কাজির চীফ-জন্টিস) সম্মানসচক পদে উন্নীত করিয়া দিলেন। g দণ্ডস্বরপে সেই বাশুড়ীকে পারস্যোপসাগরের উপকলস্থিত এক জনহীন প্রান্তবে নিববর্শাসিত করা হইল। কাটা মান্ড टtथञ *ार्गब्रटष्कृन বোগদাদের বাদশাহ হারণ-অল-রশিদ একজন ভুবন-বিখ্যাত নরপতি ছিলেন। তাঁহার সত্যুর প্রায় একশত বৎসর পরে, তাঁহার বংশে আলি মহম্মদ নামক একজন বাদশাহ সিংহাসন প্রাপ্ত হন। তিনি সিংহাসনে আরোহণ করিয়া দেখিলেন, দেশে মহম্মদীয় ধৰ্ম্মম আর পর্বের ন্যায় নিষ্ঠার সহিত প্রতিপালিত হইতেছে না। দেশে অনেক লোক প্রতিমাপজক হইয়া উঠিতেছে, নানাবিধ কুসংস্কারের বশবত্তী হইয়া পড়িতেছে। তাহা দেখিয়া বাদশাহ অত্যন্ত দঃখিত হইলেন এবং স্থির করিলেন, তিনিও স্বীয় পাব পরষে প্রাতস্মরণীয় হারণ-অল-রশিদের ন্যায় তেবদিল অর্থাৎ ছদ্মবেশে নগর পরিভ্রমণ করিবেন এবং ধৰ্ম্মচ্যুত ব্যক্তিগণেব কাৰ্যকলাপ অনুসন্ধান করিয়া তাহাদিগকে উপযুক্ত শাসিত দিবেন। রাজ্যের কোথায় কোন ব্যক্তি খাইতে পাইতেছে না, সমস্ত নিজে স্বচক্ষে দেখিয়া তাহারও প্রতিবিধান করবেন। ইহা সিথর করিয়া তিনি নানাপ্রকার ছদ্মবেশে । প্রতি রজনীতে নগর ভ্রমণ করিতে লাগিলেন; কোনও দিন ফকীরের বেশ, কোনও দিন