পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిషిని काश्त्र-वृव्थायलौ সহিত খেলা করিত। চাঁপা আধ আধ কথায় তাকে "চলো দাদা" বলিয়া ডাকিত। ক্ৰমে চাঁপা আরও বড় হইল। রাজা তাহাকে পাঠশালায় পড়িতে পাঠাইলেন। চাঁপার বখি ও মরণশক্তি দেখিয়া গর মহাশয় অবাক হইয়া গেলেন। অন্য পড়য়ারা বলিতে লাগিল—“তা হবে না ? হাজার হোক রাজার মেয়ে ত ” go চড়ামণিও সেই পাঠশালায় পড়িত: কিন্তু লেখাপড়ায় তাহার তাদশ মন ছিল না। চাঁপা যখন পাঠশালায় ভত্তি হয়, চড়ামণি সে সময় অনেক উপরে পড়িত; কিন্তু দই তিন বৎসর মধ্যেই চাঁপা তাহাকে ধরিয়া ফেলিল, এবং তাহাকে ছাড়াইয়া গেল। ইহাতে চড়ামণি মনে মনে কিছু ক্ষম হইল বটে, কিন্তু চাঁপার সহিত ছেলেবেলা হইতে তাহার ཨཱ་ཨཱརྱ་ཨཱ་ཨཱི་ནག, ཨཐ་མ ས་ཕ་ཨ ༢ཚེ་། ཀ་ চাঁপা কিন্তু মনে মনে বলিত—“ঐ চড়োদাদা র গাধা 1" চড়ামণি ছেলেটি দেখিতে কিছু মন্দ ছিল না—তবে রঙটি তাহার শ্যামবর্ণ। রাজকন্যা আড়ালে বলিত—“মাগো—কি কালো!” তাহার আর একটা দোষ ছিল—সে একটা তোলা। তবে সাধারণতঃ তাহার তোৎলামি বড় জানা যাইত না-রাগিলেই তাহা বন্ধি পাইত। চপা মাঝে মাঝে “চড়োদাদা"র অসাক্ষাতে তাহার তোংলামিকে ভেঙাইয়া আনন্দ পাইত। nদই ॥ রাজকন্যার বয়স তখন নয় কি দশ, চড়ামণির বয়স চৌদ্দ বৎসর। একদিন পাঠশালার পর রাজ্যোদানে চাঁপা ও চড়ামণি খেলা করিতেছিল—রাজকন্যার দাসী সে সময়টা কোথা গিয়াছিল; চড়ামণি রাজকন্যাকে বলিল, "চাঁপা, তুই আমায় বিয়ে করবি ?” কথাটা শনিবামাত্র চনা করিয়া রাজকন্যার রক্ত গরম হইয়া উঠিল। সে বলিল, “কি বললে চড়ামণি ?”—বিরক্ত হইলে, সে আর চড়োদাদা বলিত না। চড়ামণির বন্ধিটা কিছ মোটা;–চাপা যে তাহাকে চড়ামণি' বলিল, তাহা সে অত খেয়াল করিল না। ভাবিল, রাজকুমারী বোধ হয় শনিতে পান নাই। তাই সে প্রশনটার পুনরুক্তি করিয়া বলিল, “চাঁপা বলি শোন—যদি আমাকেই বিয়ে করতে তোর ইচ্ছা হয়, তবে এক কাজ করিস।” চাঁপা তাহার রাগের কোনও লক্ষণ বাহিরে প্রকাশ না করিয়া বলিল “কি কাজ ?” “তুই যখন বড় হবি, তোর বাবা এখানে সেখানে তোর বিয়ের সম্প্রবন্ধ করবেন, সেই সময় তুই তোর বাবাকে বলিস—আর যদি বাবাকে বলতে লজাই করে—তোর মাকেই বলিস না হয়, যে মা, আমার অন্য কোথাও সম্প্রবন্ধ কোর না; আমি ঐ চড়োদাদাকেই বিয়ে করব। তা হলেই, বুঝেছিস, আমার সঙ্গেই তাঁরা তোর বিয়ে দিয়ে দেবেন। সে বেশ মজা হবে—না ভাই ? কি বলিস, তোর মন আছে ?” চাঁপা আর রাগ সামলাইতে পারিল না। বলিল, “চড়ামণি, তোমার আলপন্ধাও ত কম নয় ।” চড়ামণি একথা শুনিয়া একটা বিস্থিত হইল। রাজকন্যার পানে চাহিয়া বলিল, "কেন ? আপনঁখাটা কি হল ?” * চাঁপা বলিল, “তোমার বাবা আমার বাবার চাকর, তুমি চাও আমায় বিয়ে করতে ? বামন হয়ে চাঁদে হাত ! আমি হলাম রাজার মেয়ে, আমার বিয়ে হবে মঙ্গত বিবান রপবান কোন রাজপত্রের সঙ্গে ! তোমার সঙ্গে আমার বিয়ে ? বলতে লজ্জা করে না ?” এই কথা শুনিয়া চড়ামণিরও রাগ হইয়া পড়িল। বলিল, “ওs—রাজপত্তের বি-বিয়ে ேே বটে। বলি কোন রাজপত্তেরকে বিয়ে করবে বল দেখি ? কাকা-কার কপাল 2”