পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৃহদাহ সতর্ক করতে আসাটা আমার পক্ষে নিতান্তই একটা বাহুল কাজ হয়েছে। দেখচি আপনাকে সে ঠকাতে চায়নি । অচলা কহিল, আমি কিছু কিছু জানি বটে, কিন্তু আপনি ত আমাকে জানাতে আসেন নি ; আপনি র্যাকে জানাতে এসেছিলেন, তিনি এখনো জানেন না । তবে যদি বলেন, আমি যতটুকু জানি, বাবাকে জানাতে পারি। স্বত্বেশ উদাস-কণ্ঠে কহিল, আপনার ইচ্ছে। আমাকে গিয়ে মহিমকে সমস্ত কথা জানিয়ে তার কাছে ক্ষমা চাইতে হলে ! তবে আমি স্থির হতে পারব। অচলা জিজ্ঞাসা করিল, তার কি কিছু আবশ্বক আছে ? সুরেশ পুনরায় উত্তেজিত হইয়া উঠিল। আবখ্যক নেই? না জেনে তার ওপর যে-সকল মিথ্যা দোষারোপ অ{জ করেচি, সে অপরাধ আমার কত বড়, আপনি কি মনে মনে তা বোঝেননি? তাকে জুয়াচোর, মিথ্যাবাদী, কিছু বলতেই বাকি রাখিনি —এ সকল কথা তার কাছে স্বীকার না করে কেমন করে আমি পরিত্রাণ পাব ? অচলা কিছুক্ষণ চুপ করা ধীরে ধীরে বলল, বরঞ্চ আমি বলি, এ সবের কিছুই দরকার নেই সুরেশবাবু । মনে মনে ক্ষমা চাওয়ার চেয়ে প্রকাশ্বে চাওয়াই সে সকল সময়ে সবচেয়ে বড় জিনস এ আমি স্বীকার করিনে, তিনি শুনতে পেলেই যখন ব্যথা পাবেন, তখন কাজ কি তাকে শুনিয়ে ? আমি বাবাকে ও বরঞ্চ নিষেধ করে দেব, যেন আপনার কথা তাকে না বলেন । স্বরেশ কহিল, আচ্ছা । তার পরে অচলার মুখের দিকে কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া বলিল, আমি একটা জিনিস ধরাবর লক্ষ্য করেচি যে, মহিম কোনো কারণেই এতটুকু ব্যথা না পায়, এই আপনার একমাত্র চেষ্টা। বেশ তাই হোক, আমি তাকে কোন কথাই বলব না । আর তার সম্বন্ধে আমার মনে যত কথা উঠেছে, তাও বলতে চাইনে, কিন্তু আপনাকে একটা কথা না বলে কিছুতেই বিদায় হতে পারচিনে । অচলা স্নিগ্ধ চক্ষু দুটি তুলিয়া কহিল, বেশ বলুন । মুরেশ কহিল, তার কাছে ক্ষমা চাইতে পেলুম না, কিন্তু আপনার কাছে চাইচি, আমায় মাপ করুন। বলিয়া সে হঠাৎ দুই হাত যুক্ত করিল। ছি ছি, ও কি করেন ! বলিয়া অচলা চক্ষের নিমেষে হাত দুটি ধরিয়া ফেলিয়াই তৎক্ষণাৎ ছাড়িয়া দিয়া কহিল, এ কি বিষম অন্যায় বলুন ত! বলিতে বলিতেই তাহার সমস্ত মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। স্বরেশের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। এই আশ্চৰ্য্য স্পর্শ, সলজ্জ মুখের অপরূপ রক্তিম দীপ্তি চক্ষের পলকে তাহাকে একেবারে অবশ করিয়া ফেলিল। সে অচলার অবনত মুখের পানে কিছুক্ষণ স্তন্ধভাবে চাহিয়া থাকিয়া অবশেৰে ধীরে ধীরে কহিল, না, আমি কোনো অন্যায় করিনি। বরঞ্চ আমার সহস্ৰ-কোটি অন্যায়ের মধ্যে