পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরাশর গীত । $6.6 তস্মাত্তেনৈব ভাবেন সীমুসঙ্গেন পার্থিবাঃ । আমুরাণ্যেব কৰ্ম্মাণি স্কসেবন ভীমবিক্রমাঃ ॥ ২২ প্রত্যতিষ্ঠংশ্চ তেখেব তাম্ভেব স্থাপত্নস্তাপি । ভজন্তে তানি চান্থাপি যে বালিশতরা নয়াঃ ॥ ২৩, তস্মাদহং ব্ৰবীমি ত্বাং রাজন সংচিন্ত্য শাস্ত্রতঃ । সংসিদ্ধাধিগমং কুৰ্য্যাৎ কৰ্ম্ম হিংসাত্মকং তাজেৎ ॥ ২৪ ন সঙ্করেণ দ্রবিশং প্রচিন্ধীয়াদ্বিচক্ষণঃ । ধৰ্ম্মাৰ্থংকায়মুৎস্বজ্য ন তৎকল্যাণমুচ্যতে ॥ ২৫ ৷ স ত্বমেবংবিধো দাম্ভ: ক্ষত্ৰিয়: প্রিয়বান্ধবঃ। প্রজা তৃত্যাংশ্চ পুত্রাংশ্চ স্বধৰ্ম্মেণামুপালয় ॥ ২৬ ॥ ইষ্টানিষ্টসমাযোগে বৈরং সৌহার্দমেব চ। অথ জাতিসহস্রাণি বহুনি পরিবর্ততে ॥২৭ ॥ সেই সময় কোন কোন মহাকুলসভূত বুদ্ধতম ব্যক্তির হৃদয় হইতে ঐ সমুদয় আসুরভাব অপনীত হয় নাই ॥ ২১ ॥ সেই সমস্ত ব্যক্তির সংসর্গে অনেকানেক ভীমপরাক্রম ভূপাল আমুরকার্য্যে প্রবৃত্ত হইয়াছিলেন। এক্ষণে মূঢ় ব্যক্তিরা স্বয়ং তাহাদের সেই কার্ষ্যের অনুসরণে প্রবৃত্ত হইতেছে এবং অন্তকেও উহার অনুষ্ঠানে প্রবৃত্ত করিতেছে ॥ ২২-২৩ ৷ অতএব আমি শাস্ত্র সমালোচনপূর্বক তোমাকে কহিতেছি যে, হিংসাত্মক কাৰ্য্য পরিত্যাগ পূর্বক আত্মজ্ঞান অবলম্বন করা মন্থক্টের অবশ্ব-কর্তব্য কৰ্ম্ম ॥ ২৪ { ধৰ্ম্মানুষ্ঠানের নিমিত্ত নীতি পরিত্যাগপূর্বক পাপকাৰ্য্য দ্বারা অর্থোগার্জন করিলে কখনই কল্যাণলাভে সমর্থ হওয়া যায় না ; অতএব বিদ্বান ব্যক্তি কখন উহাতে প্রবৃত্ত হয়েন না । ২৫ ॥ এক্ষণে তুমি জিতেজিয়, ধর্থনিরত ও বান্ধবপ্রিয় হইয়া স্বধৰ্ম্মাহুসারে পুত্র, ভূত্য ও প্রজাগণকে প্রতিপালন কর ॥ ২৬ ॥ ইষ্ট ও অনিষ্টের সহযোগেই সৌহার্দ ও শত্রুত উৎপন্ন হইয়া থাকে। ষে ব্যক্তি ইষ্ট ও অনিষ্টকে সমান জ্ঞান না করে, তাহাকে বারংবার জন্মগ্রহণ ब्रिटख एव ॥ २१ ॥