পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদা সদানন্দ কোনো কিছুতেই আপত্তি করে না, ইহাতেও করিল না। দুই-একদিন পরে কাশী যাইবে স্থির করিল। যাইবার দিন সন্ধ্যাবেলা ললনা, ললনা বলিয়া ডাকিতে ডাকিতে সে একেবারে উপরে আসিয়া উঠিল। ললনা তখন উপরেই ছিল, সদানন্দকে আসিতে দেখিয়া উঠিয়া দাড়াইল । সদানন্দ কেঁচার কাপড়ে করিয়া গোটা-পঞ্চাশ টাকা বাধিয়া আনিয়াছিল, সেইগুলি খুলিয়া একটা বালিশের তলায় চাপ দিয়া রাখিয়া বলিল, আমরা আজ কাশী যাব । কবে ফিরল বলতে পারি না । যদি প্রয়োজন হয় এগুলি খরচ ক'রো । ললনা বিস্মিত হইয়া উঠিল—এত টাকা ? সঙ্গে সঙ্গে সদানন্দ ও হাসিয়া উঠিল—কত টাকা ? পঞ্চাশ টাকা বেশি টাকা নয়। দেখতে অনেকগুলি বটে, কিন্তু খরচের সময় খরচ করতে অনেক নয় । কিন্তু এত— কথা শেষ করিতে না দিয়াই সদানন্দ কি একরূপ হস্তভঙ্গি ক:িা একেবারে নীচে আসিয়া রন্ধনশালায় শুভদার নিকট আসিয়া বসিল । 縣 খুড়িম, আমরা কাশী যাব। শুভদা সে-কথা শুনিয়াছিল। বলিল, কবে আসবে ? তা কেমন করে বলব ? তবে পিসিমার কাশী দেখা হলেই ফিরে আসব বোধ হয়। শুভদা দীর্ঘনিশ্বাস ফেলিল, তাই এসো বাবা। আশীৰ্ব্বাদ করি নিরাপদে থেকে । সদানন্দ উচ্চ হাসিয়া প্রস্থান করিল। পরদিন ললনা অৰ্দ্ধেক গুলি টাকা নিজের নিকট রাখিয়া অপর অৰ্দ্ধেক মাতৃসকাশে ধরিয়া দিয়া বলিল, মা, যাবার সময় সদাদাদা এই টাকাগুলি দিয়ে গেছেন। শুভদা চক্ষু বিষ্ফরিত করিয়া সেগুলি গুনিতে লাগিল। গণনা শেষ করিয়া কন্যায় পানে চাহিয়া বলিল, সদানন্দ আর জন্মে বোধ হয় আমাদের কেউ ছিল । ললনা মাথা নাড়িয়া বলিল, বোধ হয় । এত টাকা কি মামুষে দিতে পারে ? ললন উত্তর দিল না । ললনা, সদানন্দ কি পাগল ? কেন ? তবে এমন করে কেন ? দুঃখীর দুঃখে দুঃখী হওয়া কি পাগলের কাজ ? তবে লোকে পাগল বলে কেন ? ললনা সহাস্তে বলিল, লোকে আমন বলে থাকে । 崙 韃 攀 פס\