পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংএই গলনাও একটু হাসিল-কেন মা ? আজ যে স্থখ পেলাম, জন্মেও এমন পাইনি। পরদিন প্রাতঃকালে ললনা কুঞ্চপলিমাকে যাইয়া বলিল, কাল রাতে বাবা এসেছেন । কৃষ্ণার মুখ প্রফুল্প হইল ; যেন বড় একটা দুর্ভাবনা তিরোহিত হইল। তিমুখে বলিলেন, এসেচে ? ভাল আছে ? 邻1 এতদিন কোথায় ছিল ? তা জানিনে । বোঁ জিজ্ঞাসা করেনি ? . না । তোর পিসিমা কিছু বলেনি? না । তিনি ত বাবার সঙ্গে কথা কন না । কথা কন না ? কেন ? তা জানিনে । পিসিমাই জানেন । বেলা এগারটার সময় কৃষ্ণপ্রিয়া কলাপাত-চাপা একটা পাথরের বাটি হাতে করিয়া শুভদার নিকট আসিয়া বলিলেন, বে, একটু তরকারি এনেচি, হারাণকে দিল । শুভদা বাটটা হাতে লইয়া পার্শ্ববৰ্ত্তী একটা ঘর উদ্দেশ করিয়া বলিল, ঐ ঘরে আছেন । , কৃষ্ণপ্রিয়া বুঝিতে পারিয়া বলিলেন, হোক, এখন আর যাব না, ঘরে সমস্ত জিনিস আছড় পড়ে আছে । কৃষ্ণপ্রিয়া চলিয়া যাইতেছিলেন, কিন্তু অৰ্দ্ধ উঠান হইতে ফিরিয়া আসিয়া শুভদাকে বলিলেন, বে, হারাণকে একটা কথা জিজ্ঞাসা করতে পারবি ? কি ? এতদিন সে কোথায় ছিল ? শুভদা মাথা নাড়িয়া বলিল, আচ্ছা । খাওয়াইতে বসাইয়া শুভদা ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, এতদিন কোথায় ছিলে ? হারাণচন্দ্র মলিন-মুখে অধোবদন হইয়া বলিলেন, গাছতলায় । শুভদা আর কোন কথা জিজ্ঞাসা করিতে পারিল না । - পরদিন দুপুরবেলা কৃষ্ণপ্রিয়া আবার আসিলেন। নানা কথাবার্তার পর বলিলেন, বেী, সে-কথা জিজ্ঞাসা করেছিলি ? 赵1 徽°