পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ8と শান্তি গীতা । মায়াভাসেন জীবেশে করোতি চ পৃথগ্নিধৌ। মায়াভাসে। ভবেদাশোহবিদ্যোপাধিশ জীবকঃ ॥ ৯৪ ৷ চিদধ্যাসচ্চিদাভাসে ভাসিতে চেতনাকৃতী । মায়াবচ্ছিন্নচৈতন্যঞ্চাভাসাধ্যাসযোগত: ॥ ২৫ ॥ ঈশ: কৰ্ত্ত ব্ৰহ্ম সাক্ষী মায়োপহিতসত্তয়া । অথগুৎ সচ্চিদানন্দং সৰ্ব্বাধিষ্ঠানমব্যয়ম্ ॥ ২৬ ॥ ন জায়তে ম্রিয়তে বা ন দহতে ন শোষ্যতে । অবিকারঃ সদাসঙ্গে নিত্যমুক্তো নিরঞ্জন । ইত্যুক্তং তে ময় পূৰ্ব্বং স্বত্বাত্মম্বাবধারয় ॥ ২৭ ॥ শুক্ৰশোণিতযোগেন দেহোইয়- ভৌতিক: স্মৃত: । i বাল্যে বালকরুপোহসৌ যৌবনে যুবক: পুনঃ ॥ ২৮ সেই মায়া চৈতন্তের প্রতিবিম্বসংযুক্ত হইয়া জীব এবং ঈশ্বরের স্বরূপকে পথকৃরূপে কল্পনা করে । শুদ্ধ সত্ত্ব-প্রধান মায়া-প্রতিবিম্বিত যে চৈতন্য, তিনি মায়াকে বশীভূত করিয়া সৰ্ব্বজ্ঞাদি গুণবিশিষ্ট ঈশ্বর নামে কথিত হন এৰং মলিন সত্ত্বপ্রধান অবিদ্যাতে প্রতিবিম্বিত যে চৈতন্য, তিনি জীৰ উপাধিदिग्िं श्न ॥ २६ ॥ মায়া এৰং অবিদ্যাগত যে চিদাভাস অর্থাৎ চৈতন্তের প্রতিবিম্ব, তাহা চৈতন্ধের অধ্যাসবশত: চৈতন্তের স্থায় অবভাসিত হয় । শুদ্ধসত্ত্বগুণপ্রধান মায়া ও তদবচ্ছিন্ন চৈতন্ত এবং তদগত প্রতিবিম্বিত চৈতন্য মিলিত হইয়া অধ্যাসষোগে কর্তৃত্বাদি গুণবিশিষ্ট, সৰ্ব্বজ্ঞ, সৰ্ব্বেশ্বক, সৰ্ব্বাস্তুর্য্যামী, বিশ্বস্রষ্টা ঈশ্বররূপে উক্ত হয়েন । আর মায়া-উপহিত চৈতন্য অর্থাৎ মায়ার অাধাররূপ যে শুদ্ধ চৈতন্য, তিনি সাক্ষী, ব্রহ্ম, অখণ্ড সচিদানন্দস্বরূপ, সকলের অধিষ্ঠান ও অব্যয় । তাহার জন্ম-মৃত্যু নাই। ঔপধিক শরীরাদি দগ্ধ অথবা শুষ্ক হইলে তিনি দগ্ধ বা শুষ্ক হন না । তিনি সততই নিৰ্ব্বিকাব, অসঙ্গ, নিত্য মূক্ত এবং নিরঙ্গম । ইহা অামি তোমাকে পূর্বে উপদেশ করিয়ছিলাম, তাহ শ্বরণ করিয়া আত্মার স্বরূপ অবধারণ কর ॥ ২৫-২৭ ॥ এই যে দৃশ্যমান স্থল শরীর, ইহা পিতৃমাতৃভূক্ত অল্লেব পরিণামরূপ শুক্র ও শোণিত-সংযোগে জন্মান্তরীণ কৰ্ম্মবীজের অনুসারে পঞ্জীকৃত পঞ্চ মহাভূত হইতে উদ্ভূত । এই ভৌতিক দেহ বাল্যকালে বালকৰূপে থাকে। ীেবনকালে পরিণত হইয়া যুবকরূপ ধারণ করে ॥ ২৮ ॥