পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শান্তি গীতা। ২৬৩ শক্তিদ্বয়ং হি মায়ায় বিক্ষেপাবৃষ্টি রূপকম্। তমোখধিক বৃতিঃ শক্তিবিক্ষেপাখ্যা তু রাজসী ॥২• । বিদ্যারূপা শুদ্ধসত্ত্ব মোহিনী মোক্তনাশিনী। তম:প্রাধান্ততোখৰিষ্ঠ সাবৃতিশক্তিমত্ত্বত ॥ ২১ ॥ মায়াহুবিদ্যা ন বৈ ভিন্ন সমষ্টি-ব্যষ্টিরূপতঃ। মায়াবিদ্যা-সমষ্টি: স চৈকৈৰ বহুধা মত ॥ ২২ চির প্রয়া চিতিভাস্কা বিষয়ং তাং করোতি ईि { আবৃত্য চিৎস্বভাবং সদবিক্ষেপং জনয়েন্ততঃ ॥ ২৩ ॥ অৰ্জুন উবাচ । সদব্ৰহ্ম-শক্তিৰ্য মায়া সাপি নাতা ভবেৎ কথম্ । যদি মিথ্যা হি সা মায়া নাশস্তস্তীঃ কথং বদ ॥ ২৪ ॥ শক্তি ও বজেণ গুণপ্রধান বিক্ষেপশক্তি । আবার সেই মোহিনী মায়া যখন শুদ্ধ সত্ত্বগুণপ্রধান বিদ্যাকপা, তখন মোহকে নাশ কবিয়া জীবকে 'স্বরূপবস্তিত কবে। তমোগুণ-প্রধান আবরণশক্তিবিশিষ্ট মায়াই অবিস্তানামে বিখ্যাত হয়। নতুবা মায়া ও অবিদ্যাতে কিছুম’ত্র প্রভেদ নাই , সমষ্টিবাষ্টই কেবল তাহাদিগের ভেদমাত্র । সত্ত্বগুণ-প্রধান মায়া স্বাধিষ্ঠান চৈতন্ধের আভাসবিশিষ্ট হইয়া, স্বযুদ্ধকালীন অন্তর্ভূত এক এবং অদ্বৈত আনন্দবষ সমস্ত জগতের বাসনা স্বল্পভাবে তাহাতে অবস্থিত, এইজন্ম প্রজ্ঞান-সমষ্ট, সৰ্ব্বেশ্বর, সৰ্ব্বজ্ঞ, সৰ্ব্বfন্তৰ্য্যামী, জগদ্‌ধোনি, শ্রুতিপ্রতিপাদিত uBB BB BBB BBBB S BB BBBBBBBS BB BBBB BBBS স্বাধিষ্ঠান-চৈতন্তেব আভাসবিশিষ্ট হইয়া, আবরণ-শক্তির প্রভাবে স্বরূপের অনভিজ্ঞতাবশতঃ স্বল্পজ্ঞ, স্বল্পশক্তিমান, দীনভাবাপন্ন, ব্যষ্টিবিজ্ঞানময় জীব শব্দে কথিত হয় । চৈতন্যই সেই মায়ার একমাত্র আশ্রয়, চৈতন্তেই সেই মায়া ভাসিত হইয়া থাকে এবং সেই অধিষ্ঠান-চৈতন্তের সত্তাকে গ্রহণ করিয়া আবরণশক্তির প্রভাবে তাহার চিৎস্বভাবকে আবরণ করে ও বিক্ষেপশক্তির প্রভাবে তাহাকেই রজ্জ্ব-সৰ্পের স্তায় জগদ্ধপে বিবৰ্ত্তিত করে ১১৯-২৩ অর্জন ৰলিলেন, আপনি বলিলেন, ব্রন্ধের শক্তিবিশেষের নাম যায়। অতএব সংগ্রহ্মের শক্তি যে মায়, সেও সৎ, সত্বস্তুর নাশ কখনই সম্ভৱ হয় না, তবে সে কি প্রকারে নষ্ট হইতে পারে ? আর যদি তাহাকে মিথ্যা বলেন, তাহা হইলেও তাছার লাশ কি প্রকারে সম্ভব হয় ? কারণ, যে বৰ মিথ্যা,