পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र९-मश्रिङ]-म१4श् সময় হলে আমি ফিরিয়ে দেব । দিও । বলিয়া সদানন্দ উঠিয়া আসিয়া যে স্থানে ললনার বক্স পড়িয়াছিল সে স্থানের মাটি তুলিতে লাগিল । সারদা বিক্ষিত হইয়া বলিল, ও কি কর! সন্ধ্যাবেলা মাটি তোল কেন ? 峻 সদানন্দ খুব জোরে হাসিয়া উঠিয়া বলিল, পাগলামি করছি। বাস্তবিক বলিতে কি, সারদাচরণ তাহার কথার সহিত কাজের বিশেষ প্রভেদ দেখিতে পাইল না ; তথাপি বলিল, পাগলামি করছ তা ত বলি নাই । তুমি বলবে কেন, আমি বলছি । না না, সত্য বল মাটি নিয়ে কি করবে ? - আমি আজকাল শিবপূজা করি ; বাড়িতে গঙ্গামাটি নাই তাই নিয়ে যাচ্ছি। সারদাচরণ দাড়াইয়া দাড়াইয়া দেখিতে লাগিল । সদানন্দ মাটি লইয়া একটা তাল পাকাইল, তাহার পর গঙ্গার জলে নিক্ষেপ করিয়া হাত-মুখ ধুইয়া সারদার কাছে আসিয়া দাড়াইল । চল সারদা বাড়ি যাই । তুমি ওসব কি করলে ? তা ত চোখেই দেখলে । কই, শিবপূজার মাটি নিলে না ? না। আর শিবপূজা করব না। কেন ? আর একদিন বলব । তখন দুইজনে গ্রামের ভিতর প্রবেশ করিয়া স্ব স্ব আবাসাভিমূখে প্রস্থান করিল। বাটী আসিয়া সদানন্দ সে-রত্রের মত দ্বার রুদ্ধ করিয়া দিল । রাত্রে আহার করিবার জন্য ছলনা, পিসিমা ক্রমে ক্রমে ডাকিতে আসিলেন, কিন্তু সে দ্বার খুলিল না। ভিতর হইতে বলিল, আজ তাহার বড় শরীর খারাপ হইয়াছে। শুভদা দেখিতে আসিল, কিন্তু তখন সদানন্দ ঘুমাইয়া পড়িয়াছে। অনেক ডাকাডাকি করিয়া সে ফিরিয়া গেল । পরদিন সকাল হইলে সে আবার উঠিল, মাঠে গেল, আহার করিতে আসিল, হাসিয়া গান গাহিতে লাগিল, নিত্যকৰ্ম্ম প্রতিদিন যাহা করে তাহাই করিতে লাগিল ; কেহ বুঝিল না যে সে প্রতিদিন পরিবর্তিত হইয়া যাইতেছে ; কাল যেমন ছিল, আজ ঠিক তেমনটি আর নাই । ক্রমে ১৬ ই আষাঢ় ছলনার বিবাহের দিন আসিল । আজ সকলের মুখেই আনন্দ, সকলের মনেই উৎসাহ ; সদানন্দর বসিবার অবকাশ নাই, হারাণ মুখুয্যের চীংকারের শেষ নাই, পিলিমার চক্ষুজলের Gb