পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ*Ց শান্তি গীতা । সৰ্ব্বব্যাপী মহাকালো নিরাকারো নিরাময়: । উপাধিষোগতঃ কালো নানাভাবেন ভাসতে ॥ ২২ • নিমেষাদিযুগঃ কল্প: সৰ্ব্বং তস্মিন প্রকল্পিতম্। কালতোহভূষ্মহত্তত্ত্বং মহত্তত্ত্বাদহঙ্কতি ॥ ২৩ ॥ ত্ৰিবিধ: সোইপ্যহঙ্কাবঃ সত্ত্বাদিগুণভেদত: | অহঙ্কারাদ্ভবেৎ স্বল্পতন্মাত্রাণ্যপি পঞ্চ বৈ ॥ ২৪ ৷ হুঙ্কাণি পঞ্চভূতানি স্থলানি ব্যারুতানি তু। সত্ত্বাংশীৎ সূক্ষ্মভূতানাং ক্রমান্ধীন্দ্রিয়পঞ্চকম। অন্তঃকরণমেকং তৎ সমষ্টিগুণসত্ত্বতঃ ॥ ১৫ ॥ সেই মহাকাল সৰ্ব্বাধিষ্ঠান সভামান্ত্ররূপে সৰ্ব্বব্যাপী নিরাকার ও নিরাময়, সেই মহাকাল উপাধিযোগে নানাভাবে ভাসিত হইয়া থাকেন। ২২ ॥ নিমেষ, পল, দণ্ড, মুহূৰ্ত্ত, যাম, দিবা বত্রি, পক্ষ, মাস, অন্ধ, যুগ, কল্প ইত্যাদি সকলই ভাগতে কল্পিত হয়। কাল হইতে মহত্তভ এবং মহত্বৰ হইতে অহঙ্কারের উৎপত্তি হষ ॥ ১৩ ॥ সেই অহঙ্কাব সত্ত্ব, রজ ও তমোগুণভেদে তিন প্রকার । সত্ত্বগুণশ্রধান অহঙ্কার শাস্তবৃত্তিরূপ. রজোগুণপ্রধান ঘোরবৃত্তিরূপ ও তমোগুণপ্রধান মৃঢবৃত্তিরূপ হয়। সচ্চিদানন্দময় পৰ্বত্ৰহ্ম সকল বুভিতে সমভাবে প্রকাশ পান না। স্বচ্ছতা হেতু শাস্তবৃত্তিতে র্তাহাব সত্তা চৈতন্য ও আনন্দস্বরূপ প্রকা শিত থাকে। মালিন্য বশতঃ বোব ও মৃঢবুভিতে কেবল সত্তা ও চৈতন্যস্বৰূপমাত্র প্রকাশিত হয়, উহাতে আনন্মরূপ প্রতিভাত হয় না। যেমন নির্শ্বল জলে প্রতিবিম্বিত চন্দ্র স্পষ্ট দৃষ্ট হয় ও অপরিঙ্কত পঙ্কিল জলে জস্পইভাৰে দেখা যায় মাত্র। এই অহঙ্কাৰ হইতে শঙ্কমাত্ৰাত্মক আকাশ, স্পৰ্শমাদ্ৰাত্মক বায়ু, রূপমাত্রাঞ্চকে তেজ, রসমাত্রাত্মক জল ও গন্ধমাত্রাত্মক পখিৰী, এই পঞ্চ স্বল্প তন্মাত্রের উৎপত্তি হয় ॥ ২৪ ॥ সত্ত্ব, রজ, তম ত্ৰিগুণাত্মক এই স্বল্প পঞ্চভূতের তামসাংশ পর্যীকৃত হইয়া আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই পঞ্চ স্থলভূক্ত উৎপন্ন হয়। ক্রমীৰয়ে স্বস্বভূত হইতে স্বত্বশ্বষ্টি ও স্থলভূত হইতে স্থলস্বষ্টি হইয়া থাকে। স্বল্প পঞ্চভূতের প্রত্যেকের সত্ত্বাংশ হইতে এক এক জ্ঞানেজিয়, ৰখা আকাশের সত্ত্বাংশ হইতে শৰণেন্দ্রিয়, বায়ুর সত্ত্বাংশ হইতে স্পর্শ, তেজের সত্বাংশ হইতে জশনেজিয়, জলের সত্ত্বাংশ হইতে রসন ও পৃথিবীর সত্ত্বাংশ হইতে প্ৰাণ,