পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কল্পতে চান । অঘোরবাবু তাহার পানে চাহিয়া বলিলেন, কে ? চিনি না। দেখে বোধ হয় কোন ব্রাহ্মণ পণ্ডিত । তবে বলগে যা এখন আমার সময় নেই। কিছুক্ষণ পরে পুনৰ্ব্বার সে ফিরিয়া আসিয়া কছিল, তিনি যেতে চান না—বলেন दछ्रे कब्रकोप्न अiरछ् । জম্বোরবাৰু আরো একটু বিরক্ত হইলেন ; কিন্তু স্বরেনবাবুর পানে চাহিয়া বলিলেন, এ-ঘরেই ডেকে পাঠাব কি ? ক্ষতি কি ? তৃত্যকে তিনি সেইরূপ অনুমতি করিলেন। কিছুক্ষণ পরে একজন দীর্ঘাকৃতি গৌরবর্ণ ব্রাহ্মণ আসিয়া উপস্থিত হইলেন। গলদেশে যজ্ঞোপবীত, মন্তকে শিখ, কিন্তু কপালে ফোটা তিলক প্রভৃতি কিছুই নাই। অৰ্দ্ধময়লা উত্তরীয় বসন, সাদা থান পরিধানে, পায়ে জুতা নাই—হাটু পৰ্য্যস্ত ধূলা উঠিয়াছে ; দুইজনেই চাহিয়া দেখিলেন। অঘোরবাবু বলিলেন, বন্ধন। ব্ৰাহ্মণ অদূরে চৌকির উপর স্থান গ্রহণ করিয়া বলিলেন, উকিল বাৰু অঘোরনাথ पइ भएांचtब्रब्र चांयांब्रहे नांव चएषांब्रनां५ ।। তবে আপনার নিকটেই প্রয়োজন আছে । যা বলবার এইখানেই বলৰ কি ? স্বচ্ছদে বলুন। তিনি তখন উত্তরীয়-বস্ত্র হইতে একখানা কাগজ বাহির করিয়া বলিলেন, এ টাকা শুভদা দেবীকে কি আপনি পাঠিয়েছিলেন ? অঘোরবাবু তাহা পরীক্ষা করিয়া বলিলেন, হ্যা, আমিই পাঠিয়েছিলাম। ব্রাহ্মণ বিস্থিত হইয়া বলিলেন, হলুদপুরে হারাণ মুখুয্যের বাটীতে শুভদা মেৰাৰে ? ই, তাই বটে। কেন ? बनिप्दग्न इकूत्र । মনিব কে ? জম্বোরবাৰু স্বয়েন্ত্রবাবুর পানে ঈষৎ কটাক্ষ করিয়া বলিলেন, তা বলতে নিষেধ चांद्रह् । তবে এ টাকা ফিরিয়ে নিন। র্যাকে এটা পাঠিয়েছিলেন, তিনি গ্রহণ করবেন না,আপনাকে তিনি চেনেন না। এবং সম্ভবতঃ আপনার মনিৰকেও চেনেন না। আমাকে এখানে সমস্ত সংবাদ নিয়ে নোটখানা ফিরিয়ে দেবার জন্ত পাঠিয়েছেন। sసి