পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ তার দেখা পান, বলবেন, সাদাদা তাকে অনেক আশীৰ্ব্বাদ করেছে। মালতী, আমি ঠিক বুঝেছিলাম ; যে বিষ আমি খেয়েছি—সে বিষ সেও খেয়েছে। আমার স্বধা হয়েছে—তার প্রাণহস্তারক হয়েছে । মালতী অধোবন হইয়া শুনিতেছিল ; বড় কাদিবার ইচ্ছা হইতেছিল, কিন্তু লজ্জা করিতেছিল । - আর একটা স্বখবর—তোমার ছলনার বিবাহ হয়ে গিয়েছে। মালতী মুখ তুলিয়া বলিল, হয়েচে ? কোথায়, কার সহিত ? ঐ গ্রামেই। সারদাচরণ না কে—তার সহিত । মালতী বুঝিতে পারিল। মনে মনে তাহাকে সহস্র ধন্যবাদ দিয়া বলিল, বিবাহ করে তো সে-ই করবে, তা কতকটা জানতাম । কেমন করে জানলে ? সূৰ্ব্ব হতে কি কথাবার্তা ছিল ? না–কথাবার্তা কিছুই ছিল না—তবে আমি একসময়ে ছলনাকে বিবাহ করতে র্তাকে অনুরোধ করেছিলাম, কিন্তু তখন পিতার ভয়ে বিবাহ করতে স্বীকৃত হন নাই, পরে আমি মরেচি—এই ভেবে দয়া করে বোধ হয় বিবাহ করেচেন। পিতার ভয় কেন ? তিনি অতিশয় অর্থপিপাস্থ লোক। র্তার ইচ্ছা ছিল, পুত্রের বিবাহ দিয়ে কিছু অর্থলাভ করবেন। তা বদলাল কেন ? তোমার,পিতা নিশ্চয়ই অর্থ দিতে পারেন নাই। সম্ভব। মালতী মনে ভাবিল, যে ভালবাসায় তুমি ধরা দিয়েছ, সারদাচরণের সেই ভালবাসায় সারদাচরণের পিতাও ধরা পড়িয়াছেন, কিন্তু তাহা প্রকাশ করিল না। মালতী চিন্তা করিবার আজ অনেক দ্রব্য পাইয়াছে, তাই বেশী কথা কহিতে ভাল লাগিতেছিল না, কিন্তু মনে পড়িল মাধবের কথা । বলিল, মাধব—তার কথা কিছু জিজ্ঞাসা করেছিলে ? সে ভাল-আছে । মালতীর দীর্ঘনিশ্বাস পড়িল । সে-রাত্রে অনেক রাজি পৰ্য্যস্ত সে জাগিয়া রহিল, অনেক কথা মনে মনে তোলাপাড়া করিল। ভাবিল, সদানন্দ আসিয়াছিল—টাকা ফিরাইয়া দিতে চাহিয়াছিল ; আর তাহাদের প্রয়োজন নাই। আমিও আর পাঠাইৰ না। তারপর মনে করিল—সারদাচরণ ? পূৰ্ব্বে শত ধন্যবাদ দিয়াছিল, এখন সহস্ৰ ধগুবাদ তাহাকে মনে মনে দিল—মনে মনে বলিল, তুমি আমার অপরাধ লইও না, তখন তোমাকে চিনিতে পারি নাই। আর কখন তোমাকে হয়ত দেখিতে পাইব না, किरू षडकिन बांछिब्र थांकिद उउक्नि ७ ग्रा फूजिब न । चख८ब्र छिब्रश्नि ८ठांबांटक छखि कब्रिग्रांछ्,ि छिब्रश्नि कब्रिव । S &br