পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিব গীত । 8 ۹وع অস্থিমাংসশিরাত্বগ ভ্যঃ কিমন্তবর্ততে বপুঃ । বামানাং মায়য়া মূঢ়ো ন কিঞ্চিদ্বাক্ষতে জগৎ । ৪৭ ৷ নির্গতে প্রাথপবনে দেহে হস্ত মুগীদৃশ । যথা হি জায়তে নৈব বীক্ষ্যতে পঞ্চষৈর্দিনৈঃ ॥ ৪৮ ॥ মহাপরিভবস্থানং জরাং প্রাপ্যাতিদুঃখিতঃ । শ্লেষ্মণ পিহিত্যেরস্কো জঞ্চমন্নং ন জীৰ্য্যতি ॥ ৪৯ ৷৷ সমদন্তো মন্দদৃষ্টি: কটুতিক্তকষায়ভুক্ । বাতভুগ্রকটিগ্রীবাকরোরুচরণোই বলঃ ॥ ৫০ ৷ গদাযুতসমাবিষ্ট পরিভূতঃ স্ববন্ধুভি । নিঃশোঁচে মলদিগ্ধাঙ্গ আলিঙ্গিতববোষিতঃ ॥ ৫১ ॥ বিশৗর্ণ মণ্ডুকের উদরের ন্যায় স্মরমন্দিরে ( যোনিস্থানে ) সমাসক্ত হইয়৷ কামৰাণ-পীড়ায় স্বয়ংই অতিশয় দগ্ধ হইতে থাকে ॥ ৪৬ ॥ স্ত্রীর দেহ অস্থি,মাংস শিরা এবং ত্বকৃ ভিক্স আব কিছুই মহে, তথাপি যুৱক কামিনীর মায়ায় মুগ্ধ হইয়া স্ত্রীদেহেব প্রকৃত তত্ত্ব বুঝিতে পারে না, সে জগৎকে স্ত্রীময়ই নিরীক্ষণ করে । ৪৭ ৷ স্ত্রীদেহ হইতে প্রাণবায়ু নির্গত হইয়া গেলে, পঞ্চ ষড়দিনের পরেই সেই স্বগীদৃশীয় দেহ যে কি অবস্থায় পরিণত হইবে, তাহা একৰারও আলোচনা করে ন! ॥ ৪৮ ॥ এই ত যৌবনাবস্থার ক্লেশ বর্ণিত হইল, তৎপরে বাৰ্দ্ধক্যাবস্থা প্রাপ্ত হইয়া অতি দুঃখিত-চিত্তে কালযাপন করিতে হয়। এই অবস্থায় পরিভূত হইয়া থাকিতে হয়, ৰক্ষঃস্থল শ্লেষ্মম্বাবা আচ্ছন্ন থাকে, ভূক্ত অল্প পরিপাক করিতে সামর্থ্য থাকে না ॥ ৪৯ ৷ দস্তাবলী বিশীর্ণ হইয়া যায়, দৃষ্টিশক্তি মন্দীভূত হয়, সৰ্ব্বদাই ব্যাধি-নিৰ্বত্তির জন্ত কটু, তিক্ত ও কষায় বসের আম্বাদ করিতে হয়, বায়ু দ্বারা কটি, গ্রীবা, কর, উকু এবং চরণদ্বয় নম্ৰীভূত হয়, তখন শরীর বলহীন হইয়া পড়ে { ৫e { এই সময়ে দশ সহস্র ব্যাধি দ্বারা আক্রান্ত এবং স্ববন্ধু দ্বারা পরিভূত হয়, সৰ্ব্বদা শৌচহীন, মললিপ্তাঙ্গ দেহে দগ্ধ হইতে থাকে ৭১ ॥