পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিব গীত | 9११ কপূরচন্দনাদৈস্তু লিপ্যতে সততং চি যৎ । ভূষণৈভূষাতে চিত্ৰৈঃ মুবস্থৈঃ পরিবার্য্যতে ॥ ৬৪ ৷ অস্পশুং জয়তেহপ্রেক্ষ্যং জীবত্যক্তং সদ্য বপুঃ। নিষ্কাসয়ন্তি নিলয়াৎ ক্ষণং ন স্থাপত্নস্তাপি ॥ ৬৪ । দহাতে চ তত: কাষ্ঠৈস্তদ্ভৰ্ম্ম ক্রিয়তে ক্ষণাৎ । ভক্ষাতে বা শৃগালেন গৃধ্ৰুকুক্করবায়সৈঃ । পুনন দুগুতে সোণ থ জন্মকোটিশতৈরপি ॥ ৬৬ ৷ মাতা পিতা গুরুজনঃ স্বজনে মমেতি, মায়োপমে জগতি কস্ত ভবেৎ প্রতিজ্ঞ । একো মতো ব্রজতি কৰ্ম্মপুরঃসরোইয়ং, বিশ্রামবুক্ষসদৃশঃ থলু জীবলোকঃ ৬৭। সায়ং সায়ং বাসবুক্ষং সমেতf:, প্রাতঃ প্রাতস্তেন তেন প্রয়ান্তি । ত্যজন্যোহন্ত তঞ্চ বৃক্ষং বিহঙ্গা, যদ্বন্তদ্বজ জ্ঞাতরোহজাতয়শ্চ ॥৬৮। ভব করিতে পাকে এবং ভদ্বারা যে দুঃখের উপলব্ধি হুয়, তাহা বৰ্ণন কবিতে কে সক্ষম হইবে ? ৬৩ ৷৷ যে দেহ সৰ্ব্বদা কপূর ও চন্দন প্রভৃতি অনুলেপন দ্বারা অনুলিপ্ত হইত, নানা প্রকার ভূষণে বিভূষিত হইত এবং বিচিত্র বস্তু দ্বারা পরিবৃত থাকিত, সেই দেহই জীবণুপ্ত হইয়া সকলের অস্পৃঙ্গ ও অদৃগু হইয়া থাকে এবং উহাকে জ্ঞাতিগণ তৎক্ষণাৎ গৃহ হইতে নিষ্কাসিত করে, ক্ষণকালও তথায় স্থাপিত করে ন৷ ॥ ৬৪-৬৫ ॥ অনস্তর ক্ষণকালমধ্যেই ঐ দেহ কাষ্ঠাগ্নি দ্বারা ভস্মীভূত করিয়া ফেলে এবং যে দেহের দাহক্রিয় হয় না, তাঙ্গকে শৃগাল, গৃধ্র, কুকুর বা বাক্ষসগণ ভক্ষণ করিয়া থাকে। শতকেটি জন্ম অতীত হইলেও আর সেই দেহ দৃষ্টিগোচর হয় না ॥ ৬৬ ৷ ইন্দ্ৰজাল সদৃশ এই জগতে আমার মাতা, আমার পিতা, আমার গুরুজন, আমার বন্ধুগণ, এই প্রতিজ্ঞ স্থায়িনী হয় না, কারণ, মৃত্যুর পরে স্বীয় কৰ্ম্ম সহার করিয়াই জীব গমন করে, তখন মাতা-পিত্রাদি কেহই সঙ্গী হয় না। স্বতরাং মনুষ্যজীবন কেবলমাত্র কয়েকদিনের বিশ্রামবৃক্ষস্বরূপ । ৬৭ ৷ যেমন প্রতিদিন সায়ংকালে পতঙ্গগণ সম্মিলিত হইয়া একটি বৃক্ষ আশ্রয় করিয়া থাকে, জনশ্বর প্রতিদিন প্রাতঃকালে সেই বৃক্ষকে পরিত্যাগ পূৰ্ব্বক