পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিত মশাই জানেন, সে হুঃখ আমার মলেও বাবে ন—তাই, আমার মা, স্বামী পুত্র, ঘরবাড়ি BB BBBB BD DBB BBB BBBDS DDDD S DD BBD DDDDDD মুখ দেখতে পাইনি। অপরাধ আমার যত ভয়ানকই হোক, তবু ত আমি সে-বাড়ির ৰোঁ ! কি করে সেখানে আমাকে ভিখিরীর মত, দিনের বেলা সমস্ত লোকের স্বমূখ দিয়ে পায়ে হেঁটে পাঠাতে চাচ্ছ ? তুমি আর কোন সোজা পথ দেখতে পাওনি। কেন পাওনি জান ? আমরা বড় দুঃখী, আমার মা ভিক্ষণ করে জামাদের ভাই-বোন ছটিকে মাছৰ করেছিলেন, দাদা উৎবৃত্তি করে দিনপাত করেন, তাই ভূমি ভেবেচ, ভিখিরীর মেয়ে ভিখিরীর মতই বাবে, সে আর বেশী কথা কি ! এ শুধু তোমার মস্ত স্কুল নয়, অসন্থ দৰ্প । আমি বরং এইখানে না খেয়ে শুকিয়ে মরব, তৰু তোমার কাছে হাত পেতে তোমার হালি-কৌতুকের আর মাল-মশলা যুগিয়ে দেব না। বৃন্দাবন অবাক হইয়া দাড়াইয়া থাকিয়া শেষে ধীরে ধীরে বলিল, চললুম। श्रांबांच्च चांद्ध किहू बलवांब्र cनहे । কুয়ম তেমনিভাবে জবাব দিল, যাও। দাড়াও, আর একটা কথা। দয়া করে মিখ্যে বলে না—জিজ্ঞেস করি, আমার সম্বন্ধে তোমার কি কোন সন্দেহ হয়েছে ? যদি হয়ে থাকে, আমি তোমার সামনে দাড়িয়ে শপথ করছি— বৃন্দাৰন দুই-এক পা গিয়াছিল, ফিরিয়া দাড়াইয়া অত্যন্ত আশ্চৰ্য্যাম্বিত হইয়৷ বাধা দিয়া বলিল, ও কি, নিরর্থক শপথ কর কেন ? আমি তোমার সম্বন্ধে কিছুই শুনিনি। তাহার অর্ধ-আবরিত মুখের প্রতি চোখ তুলিয়া মৃদ্ধ অথচ দৃঢ়স্বরে কহিল, তা ছাড়া পরের চলা-ফেরা গতিবিধির ওপর দৃষ্টি রাখা আমার স্বভাবও নয়, উচিতও নয়। তোমার স্বভাব-চরিত্র সম্বন্ধে আমার কিছুমাত্র কৌতুহল নেই, ওই নিয়ে আলোচনা করতেও চাইনে । আমি সকলকেই ভাল মনে করি, তোমাকে ও মন্দ মনে করিনে, বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল । কুক্ষম বন্দ্রাহতের ন্যায় নিৰ্ব্বাক নিস্তব্ধ হইয়া রহিল। চরণ কহিল, ম, নদীতে নাইতে যাবে না ? কুস্কম কথা কহিল না, তাহাকে ক্রোড়ে তুলিয়া লইয়া এক-প এক-পা করিয়া ঘরে জাসিয়া শষ্যায় গুইয়া পড়িয়া তাহাকে প্রাণপণ বলে বুকের উপর চাপিয়া ধরিয়া ফুপাইয়া কাদিয়া উঠিল । ծեé

    • ~*१♚