পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিব গীত৷৷ 8Rసి এউবোক্ষরং ব্ৰহ্ম এতদেবাক্ষরং পরমূ । এতদেবাক্ষরং জ্ঞাত্ব। ব্ৰহ্মলোকে মহীয়তে • ১২ ॥ ছন্দসাং যত্ত্ব ধেনূনামৃষভত্ত্বেন চোদিত । ইদমেব পতিঃ সেতুরস্বতস্ত চ ধারণাৎ ॥১৩ ॥ মেদস্য পিছিতে কোশে ব্রহ্ম ধৎ পরমোমিতি ॥ ১৪ ॥ চতস্রস্তস্ত মাত্রা: সুরকারে কারকেী তথা । মকরশ্চাবসানেই দ্বমাত্রেতি পরিকীৰ্ত্তিতা ॥ ১৫ ॥ পূৰ্ব্বত্র তৃশ ঋগেদে ব্ৰহ্মাষ্টবসবস্তথা । গার্হপত্যশ্চ গায়ত্রী গঙ্গা প্রাতঃসবস্তথা ॥ ১৬ ॥ হে দাশরথে । সেই নামটি শব্দরূপী হইলে ও অগ্নির দাহিক-শক্তির ক্ষায় আমার রূপ হইতে অভিন্ন, এই জন্য সেই অক্ষরটিকেই পরম ব্ৰহ্ম বলা গিয়া থাকে এবং তাহাই পর ৪ অল্যয়স্বরূপ, অতএব সেই অক্ষরটির আরাধনা করিলেই এবং তাহার তত্ত্ব বুঝিলেই আমার সেই চিদঘন-রাজ্যে বাস হইয়৷ থাকে ॥ ১২ ৷ মহাবাঙ্গো ধিলি সমস্ত শতিরূপ ধেম্বর বৃষভস্বরূপ, র্যাহার সংস্রবের দ্বারা শ্রুতিগণ যাবৎ তত্ত্বার্থের প্রস্থতি হইয়া যাবজগৎকে সমাপ্যায়িত করিতেছেন, যাহা মৎস্বরূপপ্রাপ্তির সেতুস্বরূপ, যাহার করে মুক্তি অবস্থিতি করিতেছে, সেই পরম পদটি তোমাকে বলা যাইতেছে, তাহা ওঁকারস্বরূপ। হে রাঘব ! এই মাংসমেদাদি কোশের ( দেহের ) মধ্যে এই পরম পদটি সতত বিরাজ করিতেছে ॥ ১৩-১৪ ॥ এই নামটি চতুর্ভাগে বিভক্ত হইয়া থাকে, তাহার প্রত্যেকে এক একটি মাত্রা বলিয়া নির্ণীত আছে। যথা—প্রথম মাত্রা অকার, দ্বিতীয় মাত্রা উকার, তৃতীয় মাত্রা মকার,চতুর্থ মাত্রা নাদবিন্দ্রাত্মিক। এই শেষোক্ত মাত্রাটি অৰ্দ্ধমাত্র বলিয়া কীৰ্ত্তিত হয় । ১৫ । হে মহাবীর । ইহার এক একটি মাত্রা দ্বারা এক এক প্রকার অর্থের পরিদীপনা হইয়া থাকে। সেই সমস্ত অর্থই আমার বিস্তৃত রূপমাত্র, সেই জম্বা এই অক্ষরটি চতুর্মাত্রা দ্বারাই আমাকে প্রতিপন্ন করে। মহাবাহো! ঋগ্বেদ ইহার প্রথম মাত্রার ব্যাসবাক্যস্বরূপ এবং এই প্রখম মাত্রার দ্বারা ভূলোক, ব্ৰহ্মা, বসুগণ, গঙ্গা এবং গাহপত্য অগ্নি প্রতিপাদিত হইয় থাকেন। ইহার ছন গায়ন্ত্রী এবং প্রা তঃকালে ইহার আরাধনার দ্বারা দেহেজিয়াদির সংস্কার