পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগবতী গীতা । 8&S ততঃ সোইপি নিরীক্ষ্যেমাং জ্ঞাত্বা তং জগদম্বিকiমূ । প্ৰণম্য শিরসী ভূমে কৃতাঞ্জলিপুটঃ স্থিত । প্রোবাচ বচনং দেবীং ভক্ত্য গদগদয়া গির ॥ ৯ ॥ হিমালয় উবাচ। কা ত্বং মাতথিশালাক্ষি চিত্ররূপে সুলক্ষণে । ন জানে ত্বামহং বৎসে যথাবত্ কথয়স্ব মাম্ব ॥ ১০ ৷ দেব্যুবাচ। জানীহি মাং পরাং শক্তিং মহেশ্বরকৃতাশ্রয়াম্। শাশ্বতেশ্বৰ্য্যবিজ্ঞানমূৰ্ত্তিং সৰ্ব্বপ্রবর্ষিকাম । স্বষ্টিস্থিতিবিনাশানাং বিধাত্ৰীং জগদম্বিকাম্ ॥ ১১ ॥ অহং সৰ্ব্বাস্তরস্থা চ সংসারার্ণবতারিণী । ৭ নিত্যানন্দময়ী নিত্য ব্ৰহ্মরূপেশ্বরীতি চ ॥ ১২ ॥ যুবয়োস্তপসা তুষ্ট পুত্ৰীভাবেন ভাবিত । জাতস্তব গুছে তাত বহুভাগ্যবশাক্তব ॥ ১৩ । অনন্তর গিরিবাজ কন্যাকে দেখিয়া তাহাকে জগন্মাতা বলিয়া জানিতে পারিলেন, তখন তিনি ভূমিতলে মস্তকাবনমন পূর্বক প্রণাম করিয়া করপুটে অবস্থিতি করিতে লাগিলেন এবং ভক্তির-সহিত গদগদবাক্যে দেবীকে কহিতে লাগিলেন ॥ ১ ॥ হিমালয় কছিলেন, চে মাতঃ বিশালাক্ষি । ঙ্গে মাতঃ চিত্ররূপিণি ! চে মাতঃ সৰ্ব্বসুলক্ষণ-সম্পল্পে ! আপনি আমার কম্বারূপে ভূমিষ্ঠ চইলেও আমি আপনাকে জানি না, আপনি আপনার স্বরূপ মৎসকাশে প্রকাশ করিয়া বলুন ॥ ১০ • দেবী কহিলেন, তামাকে মহেশ্বর মহাদেবের আশ্রয় পরমাশক্তিরূপে জানিও, আমি নিত্য ঐশ্বৰ্য্য, বিজ্ঞান এবং মুক্তি প্রদান করিয়া থাকি, আমিই সৃষ্টিস্থিতি ও বিনাশবিধাত্রী জগজ্জননী ॥ ১১ ॥ আমিই সকলের অন্তবে থাকি, আমিষ্ট সংসারসাগরতারিণী, আমিষ্ট নিত্যানন্দময়ী নিত্যব্রহ্মস্বরূপিণী ॥ ১২ ॥ ক্তে পিতঃ ! আপনারা উভয়ে আমাকে কল্পণভাবে লাভ করিবেন বলিয়া বহু তপস্ত করিয়াছিলেন, আমি আপনাদের সেই তপে পরিতুষ্ট হুইয়। আপনার বহুভাগ্য বশতঃ আপনায় গুহে জন্ম গ্রহণ করিয়াছি ॥১৩ ॥