পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ठेिड भवंहैि ব্রাহ্মণকে কষ্ট দিলে নিৰ্ব্বংশ হ’বি । বৃন্দাবনের বুকের ভিতর ধড়াস করিয়া উঠিল, কিন্তু চেঁচামেচি করা, কলহ করা তাহার স্বভাব নয় ; তাই আত্মসংবরণ করিয়া শাস্তভাবে কহিল, আমি এক উচ্ছন্ন যাই, তাতে ক্ষতি নাই ; কিন্তু আপনি সমস্ত পাড়াটা যে উচ্ছন্ন দেবার আয়োজন করেছেন। গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, শুধু পাড়াটা ভাল আছে, তাও আপনি থাকতে দেবেন না ? ব্ৰাহ্মণ উদ্ধতভাবে প্রশ্ন করিল, চিরকাল মাহব পুকুরে কাপড়-চোপড় কাচে না ত কি তোমার মাথার ওপর কাচে বাপু ? বৃন্দাবন দৃঢ়ভাবে জবাব দিল, এ পুকুর আমার। আপনি নিষেধ যদি না শোনেন, আপনার বাড়ির কোন লোককে আমি পুকুরে নাবতে দেব না । নাব তে দিবিনে ত, আমরা যাব কোথায় বলে দে ? বৃন্দাবন কহিল, এখান থেকে শুধু ব্যবহারের জল নিতে পারেন। কাপড়-চোপড় ধুতে হলে মাঠের ধারের ডোবাতে গিয়ে ধুতে হবে। তারিণী মুখ বিকৃত করিয়া কহিল, ছোটলোক হয়ে তোর এত বড় মুখ ? তুই বলিস মেয়ের মাঠে যাবে কাপড় ধুতে ? একলা আমার বাড়িতে বিপদ ঢোকেনি রে, তোর বাড়িতেও ঢুকবে । বৃন্দাবন তেমনি শাস্ত অথচ দৃঢ়ভাবে জবাব দিল, আমি মেয়েদের যেতে বলিনি। আপনার ঘরে যখন দাসী-চাকর নেই, তখন, মানুষ হ’ন ত নিজে গিয়ে ধুয়ে আমুন। আপনি এখন শোকে কাতর, আপনাকে শক্ত কথা বলা আমার অভিপ্রায় নয়— কিন্তু হাজার অভিসম্পাত দিলেও আমি পুকুরের জল নষ্ট করতে দেব না। বলিয়া আর কোন তর্কাতর্কি না করিয়া বাড়ি চলিয়া গেল । মিনিট-দশেক পরে ঘোষাল মহাশয় আসিয়া সদরে ভাকাডাকি করিতে লাগিলেন । ইনি তারিণীর আত্মীয়, বৃন্দাবন বাহিরে আসিতেই বলিলেন, ই বাপু বৃন্দাবন, তোমাকে সবাই সৎ ছেলে বলেই জানে, একি ব্যবহার তোমার ? ব্রাহ্মণ পুত্ৰশোকে মারা যাচ্ছে, তার ওপর তুমি তাদের পুকুর বন্ধ করে দিয়েচ न कि ? বৃন্দাবন কহিল, ময়লা কাপড় ধোয় বদ্ধ করেছি, জল তোলা বন্ধ করিনি। ভাল করনি বাপু । আচ্ছা, আমি বলে দিচ্চি, তোমার মান্ত রেখে ঘাটের ওপর না ধুয়ে একটু তফাতে ধোবে। বৃন্দাবন জবাব দিল, এই পুকুরটি মাত্র সমস্ত গ্রামের সম্বল, কিছুতেই আমি এমন ছুঃসময়ে এর জল নষ্ট হতে দেব না । विला ८घांदांण बशां*ब्र क्रडे इहेब्रां वजिटलन, ७ ८ठांभांब्र अछांइ चिन् वृन्मांदन । ● و دس