পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र९-जांश्छिा-जर७ॉइ গরু দুটা বাড়ি ফিরিবার জন্ত অস্থির হইয়া উঠিয়াছিল, চরণ ডাকিল, বাবা, এসে ब ! কুহুম সেইখানে বসিয়া পড়িয়া মহা অভিমান-ভরে তাহার পরলোকগত জননীকে উদ্দেশ করিয়া বলিয়া উঠিল, 'ম হইয়া এ কি অসহ শত্রুভ। সন্তানের প্রতি সাধিয়া গিয়াচ মা ! যদি, যথার্থই আমার অজ্ঞানে কলঙ্কে আমাকে ডুবাইয়া গিয়াছ, যদি, সত্যিই নিজের ঘৃণিত দপের পায়ে আমাকে বলি দিয়াছ, তবে সে-কথা স্পষ্ট করিয়া ৰলিয়া যাও নাই কেন ? কার ভয়ে সমস্ত চিহ্ন এমন করিয়া মূছিয়া দিয়া গেলে ? আমার অন্তর্যামী যাহাদিগকে স্বামী-পুত্র বলিয়া চিনিয়াছে, সমস্ত জগতের স্বমুখে সেকথা সপ্রমাণ করিবার রেখামাত্র পথ অবশিষ্ট রাখ নাই কেন ? অাজ তাহা হইলে কে আমাকে পরিত্যাগ করিতে পারিত, কোন নির্লজ্জ স্বামী, স্ত্রীকে অনাথিনীর মত নিজের আশ্রয়ে প্রবেশ করিবার উপদেশ দিতে সাহস করিত ? কিংবা, সত্যই যদি আমি বিধবা, তাই বা নিঃসংশয়ে জানিতে পাই না কেন ? তখন কার সাধ্য বিধবার সম্মুখে রূপের লোভে বিধবা-বিবাহের প্রসঙ্গ তুলিতে সাহস করিত ? একস্থানে এক ভাবে বসিয়া বহুক্ষণ কাদিয়া কুহুম আকাশের পানে চোখ তুলিয়া হাত জোড় করিয়া ৰলিল, ভগবান, আমার যা হোক একটা উপায় করে দাও। হয় মাথা তুলিয়া সগৰ্ব্বে স্বামীর ঘরে যাইতে দাও, না হয় ছেলেবেলার সেই নিশ্চিন্ত নির্বিবঘ্ন দিনগুলি ফিরাইয়া দাও, আমি নিশ্বাস ফেলিয়া বাচি । s్సల স্বামী আবার বিবাহ করিতেছেন, সেদিন দাদার মুখে এই সংবাদ শুনিবার পরে কি করি, কোথায় পালাই, এমনি যখন তাহার মানসিক অবস্থা, সেই সময়েই দাদার শাশুড়ির সঙ্গে তীর্থে যাইবার প্রস্তাবে সে বিনা বাক্যব্যয়ে যাইতে সন্মত হইয়াছিল। কুঞ্জর শাশুড়ী কুমমকে নিতান্তই দাসীর মত সঙ্গে লইয়া গিয়াছিলেন, এবং সেই-মত ব্যবহারও করিয়াছিলেন। কিন্তু এ-সব ছোট-খাটো বিষয়ে মনোনিবেশ করিবার সামর্থ্য কুম্বমের ছিল না, তাই নলডাঙ্গায় ফিরিয়া যখন সে বাড়ি আসিতে চাহিল, এবং তিনি সাপের মত গর্জন করিয়া বলিলেন, ক্ষ্যাপার মত কথা বলে না বাছ। জামাদের বড়লোকের শত্তর পদে পদে-তুমি সোমৰ্ত্ত মেয়ে, সেখানে একলা পড়ে থাকলে আমরা সমাজে মুখ দেখাতে পারব না। তখনও কুন্থম প্রতিবাদ করে নাই। তিনি ক্ষণেক পরে কহিলেন, ইচ্ছে হয়, দাদার সঙ্গে যাও, ঘর-দোর দেখে দাদার সঙ্গেই ফিরে এসে । একলা তোমার কিছুতেই থাকা হবে না, তা বলে দিচ্ছি। ኟ•ቁ