পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগবতী গীতা । 8&ఫి স্থা তু চৰ্ম্মাবৃতিঃ স্বস্ব। জরায়ুঃ সা নিগম্ভতে । শুক্ৰশোণিতয়োর্যোগস্তশ্বিন সংঙ্গায়তে ততঃ। তন্ত্র গর্তে ভবেদ্যাভেন প্রোক্তে জরাযুজ ॥ ১২ ॥ ততস্তং সঙ্গরাত্রেণ মাংসপেশীঘমাগুয়াৎ। পক্ষমাত্রেণ সা পেশী তস্কোণিতপরিপ্ল তা ॥ ১৩ । তন্তশ্চাঙ্কুর উৎপন্নঃ পঞ্চবিংশতিরাত্ৰিষু । স্কন্ধগ্রীরাশিরঃপুষ্ঠোরোণি চ মহামতে । পঞ্চধাঙ্গানি জয়ন্তে এবং মাসেন চ ক্ৰমাৎ ॥ ১৪ n দ্বিতীয়ে মাগি জায়স্তে পাণিপাদাদয়স্তথা । অঙ্গানাং সন্ধয়ঃ সৰ্ব্বে তৃতীয়ে সম্ভৰক্তি হি ॥ ১৫ ॥ অঙ্গুল্যশ্চাপি জায়ন্তে চতুর্থে মাসি সৰ্ব্বত: । রক্তব্যাপ্তিশ্চ জীবস্ত তম্মিন্নেব হি জায়তে ॥ ১৬ ॥ ততশ্চলতি গর্তোহপি জনন্তা জঠরে স্থিতঃ । নেত্রে কর্ণে তথা নাসা জায়ন্তে মাসি পঞ্চমে । তথাপি তল্লখশ্রেণী গুহ" তস্মিন প্রজারতে ॥ ১৭ ॥ জবায়ু হুক্ষচৰ্ম্মের আচ্ছাদন, তন্মধ্যে শুক্ৰশোণিতের যোগ হইতে পারে, এই চৰ্ম্ম ধাবণ করে বলিয়া ইহাকে জরাযু কহে ॥ ১২ a তদনন্তর সপ্তরাত্রে সেই শুক্র মাংসপেশীরূপে পরিণত হয় এবং একপক্ষ হুইবামাত্র রক্তে পরিণত হয় ॥ ১৩ ॥ ক্ষে মহামতে! তদনন্তর পঞ্চবিংশতি রাত্রি গত হইলে তাহা হইতে অঙ্কর উৎপন্ন হয় এবং ক্রমে একমাস হইলে তাহাতে স্কন্ধ, গ্রীব, শিবঃ, পৃষ্ঠ এবং উদর এই পঞ্চ অঙ্গ বিকাশ পায় ॥ ১৪ ॥ দ্বিতীয় মাসে হস্তপদ উৎপন্ন এবং তৃতীয় মাসে দেহের সন্ধি সকল 西乙可|》世1 চারিমাসে অঙ্গুলি সকল প্রকাশ হইয়া পূর্ণ মহষ্য আকার ধারণ করে এবং সমস্ত দেহে রক্ত চলাচল করে। ১৬ ৷৷ অনস্তর জননী-জঠরে গর্ভ নড়িতে থাকে , পঞ্চমমাস প্রাপ্ত হইলে নেত্রযুগল ও নাসিক উৎপন্ন হয় এবং তখন তাহার নখশ্রেণী ও গুহ উৎপন্ন হয় ॥ ১৭ ॥