পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জনেটি। কিন্তু সে আগাগোড়া মিথ্যে। সমস্ত জেনে শুনে এস্ত্রী মাহূব ভূমি— সিদ্ধির পর না, নোয় হাতে রাখ না, স্বামীর ঘর কর না, এ কপালের দোষ, না তোমার নিজের দোষ ভাই ? তখন না হয় জ্ঞানৰুদ্ধি ছিল না, এখন হয়েচে ত ? তুমি বল, কোন সধবা রাগ করে বিধবার বেশে থাকে ? g সমস্তই জানি বেী, কিন্তু আমি সিদ্ধৱ নোয় পরে থাকলেই ত লোকে শুনবে না। কে আমার স্বামী ? কে তার সাক্ষী ? তিনিই ৰ আমাকে শুধু শুধু ঘরে নেবেন কেন ? ব্ৰজেশ্বরী বিস্ময়ে অবাকৃ হইয়া গিয়া বলিল, সে কি কথা ঠাকুরবি ? এর চেয়ে বেশী প্রমাণ কবে কোন জিনিসের হয়ে থাকে তুমি কি কিছুই শোননি, ঐ কথা নিয়ে কি কাও নন্দ-জ্যাঠার সঙ্গে এই বাড়িতেই হয়ে গেল ? একটুখানি চুপ করিয়া পরক্ষণেই বলিয়া উঠিল, কেন, তোমার দাদা ত সমস্তই জানেন, তিনি বলেননি ? আমি মনে করেচি, তুমি সমস্তই জেনে শুনেই এখানে এসেচ ; তাই পাছে রাগ কর, মনে দুঃখ পাও, সেইজন্তে কোন কথা বলিনি, চুপ করেই আছি। বরং তুমি এসেচ বলে প্রথম দিন তোমার উপর রাগ পর্য্যস্ত হয়েছিল । কুষম উদ্বেগে অধীর হইয়া বলিল, আমি কিছু শুনিনি বেী, কি হয়েছিল বল । ব্ৰঞ্জেশ্বী নিশ্বাস ফেলিয়া বলিল, বেশ । যেমন ভাই, তেমনি বোন। ঠাকুরজামাইয়ের সঙ্গে নন-জ্যাঠার মেয়ের যখন সম্বন্ধ হয়, তখন তোমরা পশ্চিমে ছিলে, তখন তোমার দাদাই অত হাঙ্গামা বাধালে, আর শেষে সে-ই চুপ করে আছে। আমার শাগুড়ীর কথা, তোমার কথা, ওদের কথা, সমস্তই ওঠে। তখন নন্দ-জ্যাঠা অস্বীকার করেন, পাছে তার মেয়ের সম্বন্ধ ভেঙে যায়। তার পরে ঠাকুরবাড়ির বড়-বাবাজীকে ডেকে আনা হয় ; তিনি মীমাংসা করে দেন, সমস্ত মিথ্যে । কারণ, একে ত তাকে না জানিয়ে, তার অনুমতি না নিয়ে, আমাদের সমাজে এ-সকল কাজ হতেই পারে না, তা ছাড়া তিনি নন্দ-জ্যাঠাকে হুকুম দেন, যে এ-কাজ করিয়েছিল তাকে হাজির করিয়ে দিতে। তখনই তাকে স্বীকার করতে হয় কষ্ঠিবদলের কথা হয়েছিল মাত্র, किस्त्र इङ्गनि । কুহুম আশঙ্কায় নিশ্বাস রোধ করিয়া বলিয়া উঠিল, হয়নি ? বেী, আমি মনে মনে জানতুম। কিন্তু আমার কথাই বা এত উঠল কেন ? ব্ৰজেশ্বী হাসিয়া বলিল, তোমার দাদার একটুখানি বাইয়ের ছিট আছে কি না, তাই। অপর কেউ হয়ত চক্ষুলজাতেও এত গণ্ডগোল করতে চাইত না, কিন্তু ওঁর ত সে বালাই নেই, তাই চতুদিকে তোলপাড় করতে লাগলেন, আমার বোনের যখন ८कॉन ८माब ८नई, भाँ बर्थन गठिाई डांद्र कछैिषमल cमननि, उर्थन ८कन ठंॉकूद्रबांयारें उोटक मि८इ घद्र कब्रट्स नl, cरून चांदाच्च विzब्र कब्रtव, थांब्र ८कनई व बन जाiर्टी তাকে মেরে দেবে। ২১ষ্ঠ