পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কেশব তখন জাগুন জালিয়া চরণের হাতে-পারে সেক দিতেছিল এবং তাহার নিদ্ৰাধতপ্ত মরুভৃষ্ণার সহিত প্রাণপণে যুঝিতেছিল। বৃন্দাবনের মুখে সমস্ত শুনিয়া সে উঃ—করিয়া সোজা খাড়া হইয়া উঠিল এবং একটা উড়নি কাধে ফেলিয়া বলিল, কলকাতায় চললুম। যদি ডাক্তার পাই, সন্ধ্যা নগদ ফিরব, না পাই, এই যাওয়াই শেষ যাওয়া । উঃ-এই ব্রাহ্মণই একদিন সমস্ত পৃথিবীর গর্বের বস্ত ছিল—ভাবলেও বুক ফেটে যায় হে বৃন্দাবন । চললুম, পার ত ছেলেটারে বাচিয়ে রেখ ভাই ! বলিয়া কতপদে বাহির হইয়া গেল । & কেশব চলিয়া গেলে চরণ পিতাকে কাছে পাইয়া, 'মার কাছে যাব’ বলিয়া ভয়ানক কায় জুড়িয়া দিল। সে স্বভাবতঃ শাস্ত, কোনদিনই জিদ করিতে জানিত না, কিন্তু আজ তাহাকে ভুলাইয়া রাখা নিতাস্ত কঠিন কাজ হইয়া উঠিল । ক্রমশঃ বেলা যত পড়িয়া আসিতে লাগিল, রোগের যন্ত্রণা উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল, তৃষ্ণার হাহাকার এবং মায়ের কাছে বাইবার উন্মত্ত-চীৎকারে সে সমস্ত লোককে পাগল করিয়া তুলিল। এই চীৎকার বন্ধ হইল অপরাহ্নে, যখন হাতে পায়ে পেটে খিল ধরিয়া कéxबांश श्बा ८णण । চৈত্রের স্বল্প দিনমান শেষ হয়-হয়, এমন সময়ে কেশব ডাক্তার লইয়া বাড়ি ঢুকিল । ডাক্তার তাহারই সমবয়সী এবং বন্ধু, ঘরে ঢুকিয়া চরণের দিকে চাহিয়াই মুখ গভীর করিয়া একধারে বসিলেন। কেশব সভয়ে তাহার মুখপানে চাহিতেই তিনি কি বলিতে গিয়া বৃন্দাবনের প্রতি লক্ষ্য করিয়া থামিয়া গেলেন । বৃন্দাবন তাহ দেখিল, শাস্তভাবে কহিল, ই, আমিই বাপ বটে ; কিন্তু কিছুমাত্র সঙ্কোচের প্রয়োজন নেই, আপনার যাহা ইচ্ছা স্বচ্ছন্দে বলুন। যে বাপ বারো ঘণ্টাকাল বিনা চিকিৎসায় একমাত্র সস্তানকে নিয়ে বসে থাকতে পারে, তার সমস্ত সন্ধ হয় ডাক্তারবাবু। পিতার এত বড় ধৈৰ্য্যে ডাক্তাঞ্জ মনে মনে গুণ্ডিত হইয়া গেল। তথাপি ডাক্তার হইলেও সে মাহুষ, ষে কথা তাহার বলিবার ছিল, পিতার মুখের উপর উচ্চারণ করিতে পারিল না, মাথা হেঁট করিল। বৃন্দাবন বুঝিয়া কহিল, কেশব, এখন আমি চললুম। পাশেই ঠাকুর-ঘর, আবগুক হলে ডেকো । আর একটা কথা ভাই, শেষ হবার আগে খবর দিয়ে, আর একবার যেন দেখতে পাই, বলিয়া ঘর হইতে চলিয়া গেল । বৃন্দাবন যখন ঠাকুর-ঘরে প্রবেশ করিল, তখন ঘরের আলো মান হইয়াছে। ডান দিকে চাহিয়া দেখিল, ঐখানে বসিয়া মা জপ করিতেন । হঠাৎ সেদিনের কথা মনে পড়িয়া গেল। যেদিন তাহারা কুঞ্জনাখের ঘরে নিমন্ত্রণ রাখিতে গিয়াছিল, মা ষেদিন BBB BB BBD DD BBBD BBD BBB aBBB BBBB DDD BBBS देरेवै.