পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रुश्माश् যে তোমার মত মহৎ হবে, এমন ত কোন কথা নেই। অত বড় বন্ধুত্বজ্ঞান যদি ওঁর না থাকে ত আমি লজ্জার মনে করিনে। সে যাই হোক, ও-জায়গায় ওঁর কিছুতেই যাওয়া হবে না। সুরেশের মুখ কালিবর্ণ হইয়া গেল। কেদারবাৰু সশঙ্কিত হইয়া উঠিলেন। সভয়ে বলিতে লাগিলেন, ও-সব তুই কি বলচি অচলা ? মুরেশের মত—সত্যই ত-নিশীথবাবুর মত— অচলা বাধা দিয়া কহিল, নিশীথবাবুকে ত প্রথমে চিনতেই পারলেন না। ত৷ ছাড়া উনি ডাক্তার—উনি যেতে পারেন । কিন্ধ আর একজনকে বিপদের মধ্যে টেনে নিয়ে যাওয়া কেন ? আহত হইলে স্বরেশের কণ্ডজ্ঞান থাকে না । সে টেবিলের উপর প্রচণ্ড মুণ্ঠ্যাঘাত করিয়া, যা মুখে আসিল উচ্চকণ্ঠে বলিয়া উঠিল, আমি ভীরু নই– প্রণের ভয় করিনে । মষ্টিমকে দেখাইয়া বলিল, ঐ নেমকহারামটাকেই . জিজ্ঞাস করে দেখ, আমি ওকে মরতে মরতে বঁচিয়েছিলুম কি না । BBS BBBBB BBBS BBDKBB BSBSS BB BB S BB BBB BB সময়ে বচনে যায়, আর এক সময়ে ষ্টচ্ছে করলে বুঝি তাকে খুন করা যায় ? w কেদারবাৰু হতবুদ্ধির মত বলিতে লাগিলেন, পাম্ ন৷ আচল ; থাম না মুরেশ । এ-সব কি কাণ্ড বল দেখি ! স্বরেশ রক্তে-চক্ষে কেদারবাবুর প্রতি চাহিয়া বলিল, আম প্লেগের মধ্যে যেতে পারি—তাতে দোষ নেই! মহিমের প্রাণটাই প্রাণ, আর আমারটা কিছু নয়! দেখলেন ত আপনি ! লজ্জায় ক্ষোভে আচল কাদিয়া ফেলিল । রুদ্ধস্বরে বলিতে লাগিল, ওঁর প্রাণ উনি দিতে পারেন, আমি নিষেধ করতে পারিনে ; কিন্তু যেখানে বাধা দেবার আমার সম্পূর্ণ অধিকার, সেখানে আমি বাধা দেবই। আমি কোনমতেই অমন জায়গায় ওঁকে যেতে দিতে পারব না । বলিয়া সে প্রস্থানের উপক্রম করিতেই কেদারবাবু চেঁচাইয়া উঠিলেন, কোথায় যাস অচলা ! অচলা থমকিয়া দাড়াইয়া কহিল, না বাবা, দিন-রাত্রি এত পীড়ন আর সহ করতে পারিনে। যা একেবারে অসম্ভব, যা প্রাণ থাকতে স্বীকার করবার আমার একেবারে জো নেই, তাই নিয়ে তোমরা আমাকে অহৰ্নিশ বিধছ। বলিয়া উচ্ছ্বসিত ক্ৰন্দন চাপিতে চাপিতে দ্রুতবেগে ঘর ছাড়িয়া চলিয়া গেল। বৃদ্ধ কেদারবাৰু বুদ্ধিক্ৰষ্টের মত খানিকক্ষণ চাহিয়া থাকিয়া, শেষে বার বার বলিতে লাগিলেন, সব ছেলেমামুষ—কি সব কাও বল ত ! - ty