পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृंश्लोश्। DDBBBB BD DD DS DDD DDD BBS BBBS BB BBD DDD ধারাদার একটা চেয়ারের উপর বসাইয়া দিলেন। অদূরে আর একটা চৌকির উপর স্বরেশ বসিয়াছিল ; সে মুখ তুলিয়া একবার চাহিয়াই আবার মাথা হেঁট করিগ। কথা ছিল, রাত্রে ধীরে-সুস্থে বসিয়া সারাদিনের কাজ-কর্থের একটা আলোচনা করা হইবে, সে সেইজন্যই একাকী বসিয়া রামবাবুর ফিরিয়া আসার প্রতীক্ষা করিতেছিল। তাহার প্রতিই চাহিয়া বৃদ্ধ একটু হাসিয়া কহিলেন, স্বরেশবাবু, আপনার ঘরের লক্ষ্মীটি ত কোন এক বিলিতি বাপের মেয়ে— দিন-ক্ষণ পাজি-পুথি মানেন না ; তখন আপনি নিজে মামুন, না মামুন, বিশেষ ধায়-আসে না—কিন্তু আমার এই তিন-কুড়ি বছরের কুসংস্কার ত যাবার নয়। কাল প্রহর-দেড়েকের ভেতরেই একটা শুভক্ষণ আছে – স্বরেশ ইঙ্গিতটা হঠাৎ বুঝিতে পারিয়া কিছু আশ্চৰ্য্য হইয়াই প্রশ্ন করিল, কিসের শুভক্ষণ ? - রাম বাবু ঠিক সোজা উত্তরটা দিতে পারিলেন না। একটু যেন ইতস্তত: করিয়া কহিলেন, এর পরে কিন্তু সপ্তাহ-থানেকের মধ্যে পাজিতে জার দিন খুজে পেলাম না—তাই ভাবছিলাম— কথাটা এবার সুরেশ বুঝিল বটে, কিন্তু ই-না কোন প্রকার জবাব দিতে না পারিয়া সভয়ে গোপনে একবার মুখ তুলিয়া অচলার প্রতি চাহিতে গিয়া আর চোখ নামাইতে পারিল না ; সেই দুটি স্থির দৃষ্টি তাহারই উপর নিবদ্ধ করিয়া নিঃশবে বসিয়া আছে। অচলা শান্ত মুম্বুকণ্ঠে কহিল, কাল সকালেই ত আমরা ও-বাড়ি যেতে পারি ? বিষ্ময়াভিভূত স্বরেশের মুখে এই সোজা প্রশ্নের সোজা উত্তর কিছুতেই বাহির হইল না । সে শুধু অনিশ্চিন্ত-কণ্ঠে কোনমতে এই কথাটাই বলিতে চাহিল যে, সে-বাড়ি এখনও সম্পূর্ণ বাস করিবার মত হয় নাই । তাহার মেঝেগুলা হয়ত এখনও ভিজা, নূতন দেয়ালগুলা হয়ত এখনও কাচ-হয়ত অচলার কোন একটা অর্থবিস্বধ, না হয়ত তাহার— কিন্তু আপত্তির তালিকাটি শেষ হইতে পাইল না । অচলা একটু যেন হাসিয়াই বলিল, তা হোক গে। যে দুদিনে শিয়াল-কুকুর পর্য্যন্ত তার ঘর ছাড়তে চায় না, সেদিনও যদি আমাকে অজানা জায়গায় গাছতলায় টেনে আনতে পেরে থাকো ত একটু ভিজে মেঝে কি একটু কাচা দেওয়ালের ভয়ে তোমাকে আমার জন্তে ভেবে সারা হতে হবে না ! সেদিন যার মরণ হয়নি সে আজও বেঁচে থাকবে। রামবাবুর দিকে ফিরিয়া কহিল, আপনি একটুও ভাববেন না জ্যাঠামশাই । আমরা কাল সকালেই যেতে পারবো। আপনার ঋণ আমি জন্ম-জয়াপ্তরেও শোধ ३०१