পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

속 নূতন বাড়িতে যাব, অন্নপূর্ণ ও অমূল্য ব্যতীত আর সকলেই আসিয়াছিল। বাহির হইতে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি-নাতনী, বাপের বাড়ি হইতে তাহার বাপ মা, তাদের দাস-দাসী প্রভৃতিতে সমস্ত গৃহ পরিপূর্ণ হইয়া গিয়াছিল। এখানে আসিবার দিনটাতেই শুধু বিন্দুকে কিছু বিমনা দেখাইয়াছিল, কিন্তু পরদিন হইতেই সে ভাব কাটিয়া গেল। রাগ পড়িলেই অন্নপূর্ণ আসিবেন, ইহাতে বিলুৰ লেশমাত্র সংশয় ছিল না। এখানে পূজা দিয়া লোকজন খাওয়াইতে হইবে, সে তাহারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হইয়া পড়িল । বিন্দুর বাপ জিজ্ঞাসা করিলেন, মা, তোর ছেলেকে দেখচিনে যে ? বিন্দু সংক্ষেপে কহিল, সে ও-বাড়িতে আছে। মা প্রশ্ন করিলেন, তোর জা বুঝি আসতে পারলেন না ? বিন্দু কহিল, না । তিনি নিজেই তখন বলিলেন, সবাই এলে ও-বাড়িতেই বা থাকে কে ? পৈতৃক ভিটে বন্ধ করেও ত রাখা চলে না । বিন্দু চুপ করিয়া কাজে চলিয়া গেল। যাদব এ-কয়দিন প্রত্যহ সন্ধ্যার সময় একবার করিয়া বাহিরে আসিয়া বসিতেন, কথা-বাৰ্ত্ত বলিয়া সংবাদ লইয়া ফিরিয়া যাইতেন, কিন্তু ভিতরে ঢুকিতেন না। গৃহপূজার পূর্কের রাত্রে তিনি ভিতরে ঢুকিয়া এলোকেশীকে ডাকিয়া তত্ত্ব লইতেছিলেন, বিন্দু জানিতে পারিয়া আড়ালে দাড়াইয়া শুনিতে লাগিল ; পিত্তার অধিক এই ভাণ্ডরের কাছে ছেলেবেলা হইতে সেদিন পৰ্য্যন্ত সে কত অাদর পাইয়াছে, কত স্নেহের ডাক শুনিয়াছে, যাদব 'মা' বলিয়া ভাকিতেন, কোনদিন 'বেীমা পৰ্য্যন্ত বলেন নাই, এই ভাণ্ডরের কাছে জায়ের সহিত কলহ করিয়া কত নালিশ করিয়াছে, কোনটি তাহার কোনদিন উপেক্ষিত হয় নাই, আজ তাহার কাছে অপরিসীম লঙ্কায় ২৯৯