পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ন, সে হবে ন—তুই অস্থির হসনে মাধু-গাড়ি ডাক, নইলে আমি হেঁটে যাব । মাধব আর কিছু না বলিয়া গাড়ি আনিল, চারজনেই উঠিয়া বসিলেন। যাদব বলিলেন, তার পরে ? মাধব কহিল, আমি ত ছিলুম না—ঠিক জানিনে। শুনলুম, দিন-চারেক আগে খুব জরের ওপর ঘন ঘন মূৰ্ছা হয়, তার পরে এখন পৰ্য্যন্ত কেউ ওষুধ কি এক ফোটা দুধ অবধি খাওয়াতে পারেনি। ঠিক বলতে পারিনে কি হয়েচে, কিন্তু আশা আর নেই। যাদব জোর দিয়া বলিয়া উঠিলন, খুব আছে, একশবার আছে । মা আমার বেঁচে আছেন। মাধু, ভগবান আমার মুখ দিয়ে এই শেষ বয়সে মিথ্যা বার করবেন না—আমি আজ পর্য্যন্ত মিথ্যে বলিনি ! মাধব তৎক্ষণাৎ অবনত হইয়া অগ্রজের পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল । శ్రీ ఆ