পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কিন্তু ধার কথা ঠেলতে পারবে না, আমি তাকে আনতে চললুম। শুধু এই কথাটি আমার রেখো, যেন ফিরে এসে দেখতে পাই, বলিয়া মাধব বাহিরে আসিয়া চোখ মূছিলেন। সে-রাত্রে বিন্দু শান্ত হইয়া ঘুমাইল । তখন সবেমাত্র স্বর্য্যোদয় হইয়াছিল ; মাধব ঘরে ঢুকিয়া দীপ নিভাইয়া জানালা খুলিয়া দিতেই বিন্দু চোখ চাহিয়া স্বমুখেই প্রভাতের স্নিগ্ধ আলোকে স্বামীর মুখ দেখিয়া হাসিয়া বলিল, কখন এলে ? § এই আসচি। দাদা পাগলের মত ভয়ানক কান্নাকাটি কচ্চেন । বিদু আস্তে আস্তে বলিল, তা জানি। তার একটু পায়ের ধুলো এনেচ ? মাধব বলিলেন, তিনি বাইরের ঘরে তামাক খাচ্চেন। বৌঠান হাত-পা ধুচ্চেন, অমূল্য গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, ওপরে শুইয়ে দিয়েচি, তুলে আনব? বিন্দু কিছুক্ষণ স্থির থাকিয়া না, ঘুমোক বলিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া অন্যদিকে মুখ করিয়া শুইল । অন্নপূর্ণ ঘরে ঢুকিয়া তাহার শিয়রের কাছে বসিয়া মাথায় হাত দিতেই সে চমকিয়া উঠিল। অন্নপূর্ণ মিনিট-খানেক নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিলেন, ওষুধ খাসনি কেন রে ছোটো, মরবি বলে ? বিদু জবাব দিল না। অন্নপূর্ণ তাহার কানের উপর মুখ রাখিয়া চুপি চুপি বলিলেন, আমার বুক ফেটে যাচ্ছে, তা বুঝতে পাচ্ছিা! বিদুতেমনি চুপি চুপি উত্তর দিল, পাচ্ছি দিদি। তবে মুখ ফেরা । তোর বঠঠাকুর তোকে নিয়ে যাবার জন্যে নিজে এসেচেন । তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েচে । কথা শোন, মুখ ফেরা। বিন্দু তথাপি মুখ ফিরাইল না। মাথা নাড়িয়া বলিল, না দিদি, আগে-- অন্নপূর্ণ বলিলেন, বলচি রে ছোটো, বলচি, শুধু তুই একবার বাড়ি ফিরে আয় ? এই সময় যাদব দ্বারের কাছে আসিয়া দাড়াইতেই অন্নপূর্ণ বিন্দুর মাথার উপর চাদর টানিয়া দিলেন। যাদব একমুহূৰ্ত্ত আপাদমস্তক বস্ত্রাবৃত র্তাহার অশেষ স্নেহের পাত্ৰী ছোটবধূর পানে চাহিয়া থাকিয়া অশ্র নিরোধ করিয়া বলিলেন, বাড়ি চল মা, অামি নিতে এসেচি । তাহার শুষ্ক শীর্ণ মুখের দিকে চাহিয়া উপস্থিত সকলের চক্ষুই সজল হইয়া উঠিল। যাদব আর একমুহূৰ্ত্ত মৌন থাকিয়া বলিলেন, আর একদিন যখন এতটুকুট ছিলে মা, তখন আমিই এসে আমার সংসারের মা-লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম । আবার আসতে হবে ভাবিনি ; তা মা শোন, যখন এসেচি, তখন হয় সঙ্গে নিয়ে যাব, না হয় ও-মুখো জায় হব না । জান ত মা, আমি মিথ্যে কথা বলিনে । ♥9ጏከም