পাতা:অচিহ্নিত কার্য্যকারকেরদের ছুটীর ও পেনস্যনের বিধি.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা। এদেশীয় যে সকল ব্যক্তি কোম্পানি বাহু!দুরের অধীন কোন সিরিশতায় কর্ম্ম করিয়া থাকেন তাহারদের সকলকে সময়মতে ছুটী দিবার জন্যে ও কতক বৎসর পর্য্যন্ত কর্ম্ম করিলে পর তাহারদিগকে পেনস্যন দিবার জন্যে শ্রীযুত কোর্ট অফ ডৈরেক্টস সাহেবেরদের অনুমতিক্রমে ভারতবর্ষের গবর্ণমেণ্ট সম্প্রতি অত্যুত্তম বিধি করিয়াছেন । সেই সকল বিধি এদেশীয় সকল কার্য্যকারক অবগত হইতে অবশ্য মানস রাখেন । বিশেষতঃ প্রধান২ কার্য্যকারকঅবধি চেকীদারপ্রভৃতিপর্যন্ত যে কেহ সরকারী কর্ম্মে নিযুক্ত থাকেন তিনি সেই বিধিমতে ছুটপ্রভৃতি পাইতে পরিবেন। এই কারণে সেই সকল বিধি সংগ্রহ করিয়া জুলাই মাসের অৰ্দ্ধপর্য্যন্ত সংশোধন করিয়৷ এই পুস্তকে প্রকাশ করিলাম ।