পাতা:অবলা প্রবলা.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবল। । শাম পদে২ পদের ভাঙ্গনে। গুহক গুন্ধর্ব্ব দেব ষতেক প্রকার । পিশাচাদি সবার চরণে নমস্কার । ধরার উপরে পরে যত দেবচয় । বন্দনার ছলেতে কহিব পরিচয় । বিষ্ণর অনন্ত লীলা কিবা কব তার । মীন জন্ম বরাহ নৃসিংহ অবতার। আবিভূত হয়ে মর্ত্যে হরিল ভভার ; বিবরিতে যে গুণে পুরাণে গণে ভার। বামন প্রভৃতি অপরূপ অ’ বতরি। সব পদে প্রণতি চাহিয়া পদতরি। বন্দিন পরশুরাম শ্রীরাম সীতায় । অংশরূপ লক্ষ্মণ ভরত আদি তায় । কেকয়ী কৌশল্য বন্দ দশরথ রাজে । আরং ক্রেতাযুগে যে যথা বিরাজে ৷ বদ্ধ জার • বিষ্ণু অবতার সে দ্বাপরে। যে যশঃ কীর্ত্তনে মত্ত ত্রিভুবনোপরে । রাধা সহ কৃষ্ণ ৰূপে লীলাব্রজপুরে। যে নাম শুবণে লোকে মনোবাঞ্ছা পূরে । করিলাম গ্রণতি মিনতি যত দেবে। পরিহার অস^থ্য দেবকী বসুদেবে। গোপ গোপী গণে বন্দ নন্দ যশোমতী। সকলে করন্থ রূপ আমি মূঢ়মতি। কণুি ৰূপ কলির প্রকাশ্য অবতার। বন্দিয়া যুগল পদে প্রতি বিস্তার ৷ তদন্তে বন্দিনু দশ মহাবিদ্যা রূপে। করাল বদন কালী অপৰূপ রূপে। ত্রিগুণ ধারিণী ত্রিনয়নী তাপে তারা । ছিন্নমস্ত।